আ.লীগ নেতার বাড়ির আঙ্গিনা থেকে ৯ ককলেট উদ্ধার

নরসিংদী প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ এপ্রিল ২০১৯, ১৯:২০| আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ১৯:২৬
অ- অ+

নরসিংদীর পলাশ উপজেলার স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বাড়ির আঙ্গিনা থেকে পরিত্যক্ত অবস্থায় নয়টি ককলেট উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার ডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আজাহার খন্দকারের বাড়ির আঙ্গিনায় মাটির নিচ থেকে পরিত্যক্ত এই ককলেটগুলো উদ্ধার করে ডাঙ্গা ক্যাম্প পুলিশ। এ তথ্য নিশ্চিত করেন ডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক হারুন অর রশিদ।

উপ-পরিদর্শক হারুন অর রশিদ বলেন, ‘দুপুর ১টার দিকে ডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আজাহার খন্দকারের বাড়ির আঙ্গিনার উত্তর পাশে শৌচাগার মেরামত করার জন্য কোদাল দিয়ে মাটি কাটার কাজ করছিল ওই নেতার ভাতিজা অলিউল্লাহ। ওই সময় পলিথিনে মোড়ানো ককলেটগুলো দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পরিত্যক্ত অবস্থায় সেগুলো উদ্ধার করা হয়।’

তিনি আরও বলেন, ‘এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

(ঢাকাটাইমস/২৬ এপ্রিল/টিএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আলোচিত দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনের চাকরি ফেরত দেয়ার নির্দেশ
বগুড়ায় শ্বশুর ও পুত্রবধূকে হাত-পা বেঁধে গলা কেটে হত্যা  
পাকিস্তানি অভিনেত্রী হুমাইরা আসগরের রহস্যজনক মৃত্যু
জুরাইনে অস্ত্রসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা