ভোলায় ট্রাক উল্টে চালকসহ নিহত ৩

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ মে ২০১৯, ২১:৫৪| আপডেট : ০৪ মে ২০১৯, ২২:১৫
অ- অ+

ভোলার চরফ্যাশন উপজেলায ট্রাক উল্টে চালক ও হেলপারসহ তিনজন নিহত হয়েছে। এসময় আরও দুইজন আহত হয়েছে।

শনিবার সন্ধ্যায় উপজেলার চরমাদ্রাজ ইউনিয়নের চর নিউটন গ্রামের বেড়িবাঁধে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ট্রাকচালক আবু জাহের, হেলপার আনোয়ার হোসেন, ট্রাকে থাকা জাহিদুল ইসলাম শাকিব। আহতরা হলেন- আনোয়ার ও সোহেল।

নিহত আবু জাহের নীলফামারী জেলার ডিমলা থানার ডালিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। আনোয়ার চরফ্যাসন উপজেলার চর নিউটন গ্রামের মৃত দুলালের ছেলে এবং জাহিদুল ইসলাম শাকিব চরমাদ্রাজ গ্রামের ইউছুফ আলীর ছেলে।

চরফ্যাসন থানার ওসি সামসুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। বলেন, ‘চর নিউটন থেকে হামিদপুর যাওয়ার পথে একটি মালবাহী ট্রাক উল্টে পড়ে। এসময় ঘটনাস্থলেই চালকসহ দুইজন নিহত হয়। হাসপাতালে নেয়া হলে আরও একজনের মৃত্যু হয়।’

তিনি বলেন, ‘ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে।’

(ঢাকাটাইমস/৪মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য: জনবল সংকটে প্রশাসন
‘ফ্যাসিবাদী শাসনে বাংলাদেশের মৌলিক স্তম্ভ ধ্বংস হয়েছে’: জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম খান
হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ সরাসরি সম্প্রচার
১৮ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা