‘আল্লাহর নৈকট্য লাভের অন্যতম উপায় রোজা’

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ মে ২০১৯, ২২:৩১

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের একটি হচ্ছে রোজা। এই রোজা আমাদের সংযম শিক্ষা দেয়। মহান আল্লাহ তায়ালার নৈকট্য লাভের অন্যতম উপায় হচ্ছে রোজা। রোজার মাধ্যমে পাপমুক্ত হয়ে মহান সৃষ্টিকর্তার নৈকট্য লাভ করা যায়।’

শনিবার সন্ধ্যায় ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আল্লাহ তায়ালা তার বান্দার প্রতি অত্যন্ত দয়াশীল। আল্লাহ তায়ালা তার বান্দাকে পাপ থেকে মুক্তি প্রদানের জন্য অজুহাত খোঁজেন। রমজান মাসে আমরা যদি রোজার পরিপূর্ণ হক আদায় করে আল্লাহ তায়ালার কাছে খাস দিলে পাপ থেকে মুক্তি চাই, তার রহমত ও নাজাত কামনা করি আল্লাহ তায়ালা এই উছিলায় আমাদের গুনাহ থেকে মুক্তি দিতে পারেন। তাই প্রতিটি মুসলমানের কর্তব্য হচ্ছে- এই মাসে রোজা রেখে আত্মশুদ্ধির মাধ্যমে পাপ থেকে মুক্ত হয়ে আল্লাহর রহমত ও সন্তুষ্টি লাভে সব সময় সচেষ্ট থাকা।’

তিনি বলেন, ‘ফরিদপুরের প্রশাসন অত্যন্ত দক্ষতার সাথে তাদের কর্তব্য পালন করে যাচ্ছে। এজন্য তিনি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান।’

ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আমি যতদিন জীবিত আছি- ততদিন ফরিদপুরে চাঁদাবাজ, সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না। ফরিদপুরের উন্নয়ন ও আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে আমি সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সচেষ্ট থাকব। রমজান থেকে শিক্ষা নিয়ে উন্নত শান্তির শহর হিসেবে ফরিদপুরের সুনাম অক্ষুণ্ন রাখার জন্য তিনি ফরিদপুরবাসীর প্রতি আহবান জানান।’

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার জাকির হোসেন খান, জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান, ফরিদপুর রাজেন্দ্র কলেজ অধ্যক্ষ মোশাররফ আলী, ফরিদপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা. এস এম খবিরুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী আব্দুর রশিদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা, পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু, শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাজমুল ইসলাম লেভী, সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, জেলা যুবলীগের আহবায়ক এ এইচ এম ফোয়াদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল ফয়েজ শাওনেওয়াজ, ফরিদপুর চেম্বারের সভাপতি সিদ্দিকুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ, সাধারণ সম্পাদক ফাহাদ বিন ওয়াজেদ ফাইন, শ্রমিকলীগের সভাপতি আক্কাছ হোসেন, সাধারণ সম্পাদক শহিদ হোসেন মোল্যা, ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ শামীমসহ প্রশাসনের কর্মকর্তা, জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের প্রধান, ব্যবসায়ী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

(ঢাকাটাইমস/২৫মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :