মাগুরায় মদের দোকান উচ্ছেদ করল এলাকাবাসী

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ মে ২০১৯, ১৮:৩৫

মাগুরা সদর উপজেলার মঘির ঢাল এলাকায় মদের ঘর নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানবন্ধন করেছে করেছে মঘি ইউনিয়নবাসী। এসময় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে তারা এ প্রতিবাদ সমবেশ করেন। ক্ষুব্ধ এলাকাবাসী নির্মাণাধীন মদের ঘর ভাঙচুরসহ অগ্নিসংযোগ করে।

শুক্রবার জুমার নামাজের শেষে স্থানীয় মুসল্লিরা মদ বিক্রির জন্য লাইসেন্স নিয়ে নির্মাণাধীন ওই আখড়াটিতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করেন।

মাগুরা সদরের মঘি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আমিনুর রহমান জানান, বেশ কিছুদিন ধরে একটি চক্র মাগুরা শহরের ভিটাসাইর এলাকা থেকে উচ্ছেদ হয়ে মাগুরা-যশোর মহাসড়কের মঘির ঢাল এলাকায় গ্রামের মাঝে আরসিসি পিলার দিয়ে একটি মদের দোকান স্থাপন শুরু করে। এ খবরে স্থানীয় মুসল্লিরা বিক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। আজ জুমার নামাজের পর স্থানীয় বিভিন্ন মসজিদ থেকে এসে তারা এ মদের দোকানের সামনে মহাসড়কে মানববন্ধন করে। এ সময় বিক্ষুব্ধরা ওই মদের দোকানটি নির্মাণাধীন ওই ভবনের বিভিন্ন কাঠ খুঁটিতে আগুন ধরিয়ে দেয়।

মাগুরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম ঘটনাস্থলে গিয়ে ওই এলাকায় কোন মদের দোকান হবে না মর্মে স্থানীয়দের আশ্বস্ত করেন। এসময় তিনি জানান, মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর এখানে কোন মদের দোকান না করার জন্য স্থানীয়দের মতের সাথে একমত পোষণ করেছেন এবং এ স্থানে কোন মদের দোকান হবে না মর্মে জানিয়েছেন। এ ঘোষণার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ও যান চলাচল স্বাভাবিক হয়।

(ঢাকাটাইমস/৩১মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

গাইবান্ধায় নির্বাচনি সহিংসতার মামলায় জনপ্রতিনিধি-আ.লীগ নেতাসহ কারাগারে ১১৯

টেকনাফ উপজেলা আ. লীগ সভাপতিকে কারাগারে পাঠালেন আদালত

বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, যুবক নিহত

ছয় ঘণ্টার বৃষ্টিতে ফের তলিয়ে গেছে সিলেট নগরী

বিলাইছড়িতে ইউপি চেয়ারম্যান হত্যা মামলায় ৪ আ.লীগ নেতা গ্রেপ্তার

দুই প্রার্থীর সমাবেশ ঘিরে বগুড়ার ধুন‌টে ১৪৪ ধারা জা‌রি

সামেকে ‘স্পাইন সার্জারি ইউনিট’ প্রতিষ্ঠা করতে চান ডা. পলাশ

বোয়ালমারীতে বালুবাহী ট্রাক্টরের চাপায় প্রাণ গেল কৃষকের

চাঁদপুরে নদীতে মাছ শিকারে গিয়ে যুবকের রহস্যজনক মৃত্যু

শেরপুর জেলা হাসপাতালে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার আইসিইউ-সিসিইউর যন্ত্রপাতি

এই বিভাগের সব খবর

শিরোনাম :