অন্তঃসত্ত্বা গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন: এসআই প্রত্যাহার

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ জুন ২০১৯, ২২:০০

শেরপুরের নকলায় এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অবহেলার দায়ে নকলা থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুককে প্রত্যাহার করা হয়েছে। তাকে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলামকে প্রধান করে জেলা পুলিশের তিন সদস্যের কমিটি শুক্রবার বিকালে পুলিশ সুপারের নিকট তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে।

পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম এসআই ফারুককে প্রত্যাহার ও তদন্ত প্রতিবেদন পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তবে নকলার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজকে প্রত্যাহারের গুঞ্জন উঠলেও পুলিশ সুপার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেননি।

প্রসঙ্গত, ১০ মে শেরপুরে নকলার কায়দা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠে। এতে ওই গৃহবধূর গর্ভের সন্তান নষ্ট হয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করলেও কার্যকর পদক্ষেপ না নেয়ার অভিযোগ উঠে। ঘটনার এক মাস পর গত ১১ জুন এ নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে এ নিয়ে তোলপাড় শুরু হয়।

(ঢাকাটাইমস/১৪জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :