ফুলপুরে নিখোঁজ তিন যমজ বোনের একজন উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ জুন ২০১৯, ২২:১৭
অ- অ+

ময়মনসিংহের ফুলপুর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া যমজ তিন বোনের একজনকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া বোনের নাম সুলতানা পপি।

এর আগে গত শুক্রবার রাতে পপি, সোমা ও চম্পা নামে ১৫ বছর বয়সের যমজ তিন বোন রহস্যজনকভাবে নিখোঁজ হন।

সোমবার বিকাল সাড়ে তিনটার দিকে পপিকে উদ্ধার করে পুলিশ। উদ্ধার পপি বর্তমানে ফুলপুর থানা হেফাজতে রয়েছে।

ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী পপিকে উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। তবে পপিসহ তিন বোনের নিখোঁজ হওয়ার আসল ঘটনা এখনো জানা যায়নি। বাকি দুই বোনের সন্ধান এখনও পাওয়া যায়নি। তবে চেষ্টা অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গত শুক্রবার রাত ১১টার পর ফুলপুর উপজেলার দক্ষিণ ভাইটকান্দিস্থ নিজ বাড়ি থেকে পপি, সোমা ও চম্পা নামে যমজ তিন বোন নিখোঁজ হয়। যমজ ওই তিন বোন ধান ব্যবসায়ী আব্দুর রহমানের কন্যা ও ভাইটকান্দি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

(ঢাকাটাইমস/১৭জুন/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিক্ষার্থীদের জন্য ডুয়ার অফিস সবসময় খোলা: দুদু
টঙ্গীতে সন্দেহজনক ঘোরাঘুরিকালে রোহিঙ্গা আটক
প্রথম প্রেমের স্পর্শ: পর্ব ৮- নীলার গর্ভে তমালের চিহ্ন
সিটি ব্যাংকের অ্যান্টি মানি লন্ডারিং সম্মেলন অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা