ভাটারায় ফেনসিডিলসহ পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ জুলাই ২০১৯, ২০:৫০
অ- অ+

রাজধানীর ভাটারায় ফেনসিডিলসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার সকালে পিকআপ ভ্যানে তল্লাশি করে ৩৯৮ বোতল ফেনসিডিল, নগদ ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন- জহুরুল ইসলাম, মাসুদ রানা, কুদ্দুস মিয়া, কালাম ও সুমন।

র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান জানান, ‘হিলি সীমান্ত হয়ে মাদকের একটি চালান রাজধানীতে আসছে। এমন খবরে ভাটারা এলাকায় নজরদারি বাড়ানো হয়। সকালে প্রগতি সরণীর নর্দ্দা জগন্নাথপুর পাকা রাস্তায় একটি পিকআপ ভ্যান থামানো হয়। পরে তল্লাশি করে ফেনসিডিল জব্দ করা হয়। এসময় পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।’

‘সংঘবদ্ধ মাদক চোরাচালানকারীরা সীমান্তবর্তী এলাকা থেকে পিকআপে কাঁচা মালামাল, ফল, শাকসবজি পরিবহনের আড়ালে মাদকের চালান রাজধানীতে নিয়ে আসত। পরে বিভিন্ন মাদক সিন্ডিকেটের কাছে বিক্রি করে দিত। চালানপ্রতি তারা ২০ হাজার করে টাকা পেত। এর আগে তারা দশটির বেশি চালান দিনাজপুর থেকে নিয়ে এসেছে।’

(ঢাকাটাইমস/৮জুলাই/এসএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৯০ জন
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা