সেনবাগে বাস খালে, আহত ১৮

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ জুলাই ২০১৯, ১২:১৭
অ- অ+

নোয়াখালীর সেনবাগ উপজেলার ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে বাস খালে পড়ে অন্তত ১৮ যাত্রী আহত হয়েছেন।

বুধবার সকাল আটটার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সেনবাগ রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ফেনীর উদ্দেশ্যে চৌমুহনী থেকে সুগন্ধা সার্ভিসের একটি বাস ছেড়ে আসে। আটটার দিকে বাসটি ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে সেনবাগ রাস্তার মাথা এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খালের মধ্যে পড়ে যায়। এসময় বাসে থাকা ১৮ যাত্রী আহত হয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তির ঘণ্টা চেষ্টার পর বাসটি উদ্ধার করে।

সেনবাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল আলী পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করে জানান, আহত যাত্রীদের উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়েছে।

ঢাকাটাইমস/১০জুলাই/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা