প্রধানমন্ত্রীর সুদৃষ্টি চান দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত সাংবাদিক জাকি

সাংবাদিক জাকি আহমেদ দুরারোগ্য ব্যাধি অ্যাসোট্রাসাইটোমা ব্রেন টিউমারে আক্রান্ত। তিনি শক্ত খাবার চিবিয়ে খেতে পারছেন না এবং প্রচণ্ড মাথাব্যথায় ভুগছেন। বমিও হচ্ছে। তাকে হাই পেন কিলার ও ইনজেকশন দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে।
একটি মাসিক পত্রিকার সম্পাদক ও প্রকাশক জাকি রাজধানীর ইসলামী ব্যাংক হাসপাতালের নিউরো সার্জন ডা. মাহফুজুর রহমানের অধীনে চিকিৎসাধীন রয়েছেন। তাকে দ্রুত সিঙ্গাপুর এলিজাবেথ মাউটেন্ট হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। তার চিকিৎসার জন্য ৩০ লাখ টাকা প্রয়োজন। তার পরিবারের পক্ষে এই অর্থ যোগাড় করা সম্ভব নয়। এজন্য তারা প্রধানমন্ত্রীর সাহায্য কামনা করেছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা: হিসাব নম্বর-২১০১৫০৮৬১৮০০১ সিটি ব্যাংক প্রিন্সিপাল শাখা, ১০ দিলকুশা ঢাকা। মোবাইল ০১৭৮১-৮০০৪১৮।
(ঢাকাটাইমস/১০জুলাই/এএ/জেবি)

মন্তব্য করুন