হজযাত্রীরা ছিল তাদের টার্গেটে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ জুলাই ২০১৯, ১৯:৩৫| আপডেট : ১৬ জুলাই ২০১৯, ১৯:৪১
অ- অ+

বিমানবন্দরের প্রবেশপথে যাত্রীদের কাছ থেকে মোবাইলফোন ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিত একটি চক্র। বিশেষ করে হজ মৌসুমে তাদের দৌরাত্ম বেড়ে যেত। সোমবার রাতে বিমানবন্দর এলাকা থেকে এই চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

তারা হলেন- মোশারফ হোসেন মাহিন, আমিনুল ইসলাম, চাঁদ হাওলাদার, রবিন মিয়া, বাবু, রফিক, সচিত দাস। এসময় তিনটি মলম, পাঁচটি স্পেয়ার ব্লেড ও মোবাইলফোন উদ্ধার হয়।

র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার মো. সালাউদ্দিন ঢাকা টাইমসকে বলেন, ‘রাজধানীর বিমানবন্দর এলাকায় সম্প্রতি অজ্ঞান ও মলম পার্টির দৌরাত্ম বেড়ে যায়। তারা পথচাী ও হজযাত্রীদের কাছ থেকে মোবাইলফোন ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিত। এছাড়া কৌশলে অনেককে অজ্ঞান করে সর্বত্র লুটে নিত। হজযাত্রীদের কাছ থেকে এমন অভিযোগ পেয়ে র‌্যাবের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। সোমবার রাতে র‌্যাবের একটি দল বিমানবন্দরের প্রবেশমুখের গোল চত্বরে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়।’

‘চক্রটি ছিনতাইয়ের সময় কেউ বাধা দিলে তাদের কাছে থাকা স্পেয়ার ব্লেড দিয়ে আঘাত করে পালিয়ে যেত। এছাড়া শশা, বরই, আচারে চেতনানাশক ওষুধ মিশিয়ে মানুষের সর্বস্ব লুটে নিত।’

(ঢাকাটাইমস/১৬জুলাই/এসএস/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভেষজ করমচা ডায়াবেটিস ও কিডনি রোগ নিরাময় করে
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা