টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মাদক কারবারি নিহত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ আগস্ট ২০১৯, ১৭:৪৮
অ- অ+
ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বাবুল নামে এক মাদক কারবারি নিহত হয়েছেন। নিহত বাবুল হ্নীলা ইউনিয়নের পশ্চিম শিকদার এলাকায় আনোয়ার হোসেনের পুত্র।

শুক্রবার ভোরে হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদারপাড়া বার্মা কলোনি পাহাড় এলাকায় এ বন্দুকযুদ্ধ হয়।

এসময় পুলিশের তিনজন সদস্য আহত হন। আহতরা হলেন- এসআই বাবুল, কনস্টেবল আজিজ, রয়েল বড়ুয়া।

টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, ভোরে টেকনাফ হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদারপাড়ার বার্মা কলোনি পাহাড়ে মাদক উদ্ধার অভিযানে যায় পুলিশ। এসময় মাদক কারবারিদের একটি গ্রুপ পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে পুলিশও পাল্টা গুলি চালায়। এসময় হামলাকারীরা পার্শ্ববর্তী পাহাড়ের দিকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর ঘটনাস্থল তল্লাশি গুলিবিদ্ধ অবস্থায় বাবুলকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার স্থানান্তর করা হয়। সেখানে নেয়ার পথে তার মৃত্যু হয়। মৃতদেহটি পোস্টমর্টেমের জন্য মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে একটি দেশীয় অস্ত্র, আটটি রাউন্ড তাজা কার্তুজ, সাত রাউন্ড গুলির খোসা, পাঁচ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তিন পুলিশ কর্মকর্তা আহত হয়। এ ব্যাপারে মামলা করা হবে।

(ঢাকাটাইমস/১৬আগস্ট/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঈদে বিকাশ-এ সর্বোচ্চ রেমিটেন্স গ্রহণ করে প্রতিদিন হাইসেন্সের ফ্রিজ-টিভি জেতার সুযোগ
সভা শেষে উপজেলা চত্বর থেকে একসঙ্গে ছয় ইউপি চেয়ারম্যান আটক 
অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ওপর হামলা
নোয়াখালীতে ২৪ ঘণ্টায় ২১৮ মিলিমিটার বৃষ্টি, পৌর এলাকায় জলাবদ্ধতা, বিক্ষোভ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা