সোনালী ব্যাংক পালামগঞ্জ শাখা নতুন ভবনে

সোনালী ব্যাংক লিমিটেড-এর দোহার থানার পালামগঞ্জ শাখা পুরাতন ভবন থেকে নতুন ভবনে স্থানান্তরিত হয়েছে।
রবিবার সকালে শাখাটি বাজারের নাহার প্লাজার ২য় তলায় স্থানান্তরের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করেন সোনালী ব্যাংক লিমিটেড, জেনারেল ম্যানেজারস অফিস ঢাকা-১ এর জেনারেল ম্যানেজার মল্লিক আব্দুল্লাহ আল মামুন।
এসময় সোনালী ব্যাংক লি. প্রধান কার্যালয়ের এসএমই ডিভিশনের ডিজিএম বেগম মাহবুবা আহসান, দোহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান শিকদার খোকন, দোহার থানার ওসি সাজ্জাদ হোসেন এবং ব্যাংকের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/এলএ)

মন্তব্য করুন