সুনামগঞ্জে চার জুয়াড়ি আটক

সুনামগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ১০:৪৩
অ- অ+

সুনামগঞ্জে অভিযান চালিয়ে চার জুয়াড়িকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাত আটটার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন রামনগর গ্রামের ফিরিজ আলীর ছেলে দেলোয়ার আলম, পলকপুর গ্রামের শুকুর আলীর ছেলে তোহাই মিয়া, একই গ্রামের রহমত আলীর ছেলে আশাদ আলী এবং গৌরমহন দাসের ছেলে সুকেশ দাস।

ডিবির উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি’র ওসি-২ আতিকুর রহমানের নেতৃত্বে জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের পলকপুরে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম, নগদ ৮৭০ টাকা ও এক প্যাকেট তাসসহ চারজনকে আটক করা হয়।

ডিবি পুলিশের ওসি কাজী মুক্তাদির হোসেন চার জুয়াড়িকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএম’র নির্দেশে সামাজিক অপরাধ প্রবণতা রোধে জুয়াড়িদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে যথাযথ আইনের মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। জুয়া, তীরখেলা, মাদক, ইয়াবাসহ অসামাজিক কার্যকলাপ বন্ধে ডিবি পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা