জামালপুরে রোহিঙ্গা যুবক আটক

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ অক্টোবর ২০১৯, ২২:৪৫
অ- অ+
ফাইল ছবি

জামালপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে রুবেল (২২) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে সদর থানা পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় তাকে আটক করা হয় বলে জানান সদর থানার বারপ্রাপ্ত কর্মকমর্তা (ওসি) সালেমুজ্জামান। তিনি বলেন, জামালপুর রেলওয়ে স্টেশন এলাকায় ঘুরাঘুরির সময় তার কথা বার্তায় সন্দেহ করে স্থানীয়রা তাকে আটক করে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে নিয়ে আসে।

আটককৃত রোহিঙ্গা যুবক রুবেল জানিয়েছে, কাজের সন্ধানে প্রায় একমাস আগে টেকনাফের মৌসুরী ক্যাম্প থেকে পালিয়ে আসেন রুবেল। কাজের জন্য বিভিন্ন জায়গায় ঘুরে কোনো কাজ পায়নি। জামালপুর রেলওয়ে স্টেশনে কুলির কাজের জন্য সিদ্ধান্ত নেন রুবেল। সারাদিন স্টেশন এলাকায় কাজের চেষ্টা করে রুবেল। এক পর্যায়ে স্থানীয়দের জিজ্ঞাসাবাদে রুবেল নিজেকে রোহিঙ্গা পরিচয় দেয় এবং কাজ চায়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ তাকে আটক করে। রুবেল এখন জামালপুর সদর থানা হেফাজতে রয়েছে। তাকে আইনি প্রক্রিয়া শেষে ক্যাম্পে ফেরত পাঠানো হবে বলে জানান ওসি সালেমুজ্জামান।

ঢাকাটাইমস/০১অক্টোবর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র, তালিকা প্রকাশ
ঢাকায় সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত
মগবাজারে হোটেলে তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা, কেয়ারটেকার গ্রেপ্তার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা