সিরাজগঞ্জে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ
  প্রকাশিত : ১৪ অক্টোবর ২০১৯, ১৫:০৫| আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ১৫:১০
অ- অ+

জেলার শহীদ শামসুদ্দিন মিলনায়তনে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে ইউনিসেফর সহযোগিতায় সিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার র‌্যালি ও আলোচনা সভা হয়েছে।

ভারপ্রাপ্ত স্থানীয় সরকার উপ-পরিচালক ফিরোজ মাহমুদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।

বিশেষ অতিথি ছিলেন- ইউনিসেফ রংপুর ও রাজশাহী বিভাগীয় প্রধান নাজিবুল্লাহ হামীম।

জেলা প্রশাসক বলেন, ‘এখনও বাল্য বিয়ে ও বিদ্যালয় থেকে ঝরে পড়ছে।’

ইউনিসেফ প্রতিনিধি নাজিবুল্লাহ হামীম কন্যা শিশুর সম্ভাবনাময় বেড়ে ওঠা নিশ্চিত করতে উপযুক্ত পরিবেশ করতে জেলা প্রশাসনসহ সরকারি-বেসরকারি সংস্থার দৃঢ় পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

জেলা সমন্বয়ক শফিকুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা জানান, কন্যা শিশুদের জন্য সুন্দর জীবন গড়ে তোলার জন্য প্রাথমিক দায়িত্ব সরকার, বেসরকারি সংস্থা, সুশীল সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান, গণমাধ্যমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডারদের।

আলোচনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার উদ্দিন শামিম, ইউনিসেফ উন্নয়ন যোগাযোগ কর্মকর্তা মনজুর আহমেদ এবং কর্মসূচি কর্মকর্তা হাফসা রহমান।

(ঢাকাটাইমস/১৪অক্টোবর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা