জয়পুরহাটে বিদুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ অক্টোবর ২০১৯, ১৭:৩৮

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বজরবরাহী গ্রামে মাছ চুরি ঠেকাতে পুকুরে ব্যবহার করা বিদ্যুতে স্পৃষ্ট হয়ে সাইফুল ইসলাম নামে এক কৃষক মারা গেছেন। মৃত সাইফুল ওই গ্রামের আব্দুস সালামের ছেলে। শুক্রবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গ্রামবাসী ও পুলিশ বলছে, কৃষক সাইফুল তার গ্রামের পাশেই নিজস্ব পুকুরে মাছ চাষ করেন। পুকুর থেকে যেন কেউ মাছ চুরি করতে না পারে, এজন্য তিনি গোপনে পুুকুরের পানি বিদ্যুতায়িত করে রাখেন। ওই দিন দুপুরে অসাবধানতাবশত পুকুরে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। এ অবস্থায় দ্রুত উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুকুরে ব্যবহার করা বিদ্যুতে স্পৃষ্ট হয়ে সাইফুলের মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/১৮অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :