‘খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে মহিলাদলকে আরো সোচ্চার হতে হবে’

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ অক্টোবর ২০১৯, ১৯:৫৩
অ- অ+

বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে মহিলাদলকে আরো সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বেগম রোজী কবির। বলেন, ‘বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে সরকার মিথ্যাচার করছে। সুচিকিৎসা না দিয়ে সরকার মানবাধিকার লঙ্ঘন করেছে। তাকে চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে।’

বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা হচ্ছে না জানিয়ে তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার জামিন ও সুচিকিৎসা পাওয়া আইনত প্রাপ্য। কিন্তু সরকারের হস্তক্ষেপে তিনি জামিন পাচ্ছেন না। তিনি হারানো গণতন্ত্র ও বেগম জিয়ার মুক্তির আন্দোলনে মহিলাদলকে আরো সোচ্চার হতে হবে।’

শুক্রবার বিকালে চট্টগ্রাম মহানগর মহিলাদলের কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম মহানগর মহিলাদলের ভারপ্রাপ্ত সভাপতি ফাতেমা বাদশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জেলী চৌধুরীর পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির মহিলাবিষয়ক সম্পাদক রাহেলা জামান, সহ-মহিলা সম্পাদক বেগম লুৎফুন্নেসা।

উপস্থিত ছিলেন মহানগর মহিলাদলের সিনিয়র সহসভাপতি জেসমিনা খানম, সাবেক সহসভাপতি আরজু শাহাবুদ্দীন, সহসভাপতি খালেদা বোরহান, সাহেদা খানম, শাহেদা বেগম, সিনিয়র যুগ্ম সম্পাদক

সখিনা বেগম, রেজিয়া বেগম মুন্নি, আরজুন নাহার মান্না, সাংগঠনিক সম্পাদক কামরুন নাহার লিজা, মহিলাদল নেত্রী কামরুন নিসা, মনোয়ারা বাবুল, সায়মা হক, শাহনেওয়াজ চৌধুরী মিনু, আসমা বেগম, ফারহানা জসিম, মনোয়ারা বেগম হেনা, জোহরা বেগম, জিনাত রাজ্জাক জিনিয়া, হাবিবা সুলতানা, ফারহানা আকতার রোউজা প্রমুখ।

(ঢাকাটাইমস/১৮অক্টোবর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘মন হালকা হতে কুয়াকাটা গিয়েছিলেন’সেই ব্যাংক কর্মকর্তা
নাজিমগঞ্জ হাটে বিএনপির প্রচার অভিযান, নেতৃত্বে কাজী আলাউদ্দিন
হকিতে চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
কারবালার শাহাদাত থেকে সত্য ও মানবতার শিক্ষা নেওয়ার আহ্বান আল্লামা ইমাম হায়াতের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা