মাধবপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ অক্টোবর ২০১৯, ২১:৩৩
অ- অ+

হবিগঞ্জের মাধবপুরে এক গৃহবধূকে ধর্ষণ করার অভিযোগে জাকির মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পু্িলশ। শনিবার সকালে তেলিয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে ধর্ষণের শিকার গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।

অভিযুক্ত জাকির উপজেলার বাগবাড়ি গ্রামের ফেদু মিয়ার ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, চট্টগ্রামের মিরসরাই উপজেলার একটি পরিবার তেলিয়াপাড়া স্টেশনের একটি জায়গায় বসবাস করত। তার স্বামী নোয়াপাড়া বাজারে একটি কম্পিউটার দোকানে কাজ করে। ১০ অক্টোবর দুপুরে ওই পরিবারের গৃহবধূ তেলিয়াপাড়ার সেলামী শাহ মাজারে জেয়ারত করার জন্য বের হলে বখাটেরা অটোরিকশায় জোর করে তুলে নেয়। পরে সুরমা চা বাগানের ১০ নং সেকশনে নিয়ে গিয়ে জাকির হোসেন ওই গৃহবধূকে ধর্ষণ করে। এ সময় অন্য দুই সহযোগী পাহারা দিচ্ছিল। ঘটনার পর ভয়ে গৃহবধূ ও তার পরিবার তেলিয়াপাড়া ছেড়ে চট্রগ্রামের মিরসরাই পালিয়ে যায়। ঘটনার ১২ দিন পর ধর্ষিতা মাধবপুর থানায় তিনজনের নাম উল্লেখ করে মামলা করেন।

তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাকিবুল ইসলাম অভিযান চালিয়ে উপজেলার বাগবাড়ি গ্রামের জাকির মিয়াকে গ্রেপ্তার করে।

মাধবপুর থানার ওসি কেএম আজমিরুজ্জামান জানান, ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

(ঢাকাটাইমস/১৯অক্টোবর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা