নাটোরে আট হত্যা মামলার আসামি গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ অক্টোবর ২০১৯, ১৮:৫৩
অ- অ+

নাটোর রেলস্টেশন থেকে আট হত্যা মামলার আসামি বাবু শেখসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য দেন পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এ কে এম হাফিজ আক্তার।

এ সময় জানানো হয়, গত ৯ অক্টোবর নাটোরের বাগাতিপাড়া উপজেলার জয়ন্তীপুর এলাকার রেহেনা বেগম ও লালপুর উপজেলায় চংধুপইল এলাকার আনসার সদস্য সাবিনা পারভীন সাহেরা খুন হন। এ দুই ঘটনায় মামলার পর পুলিশ তদন্ত শুরু করে। এরই এক পর্যায়ে গত ১৫ অক্টোবর সিংড়া থেকে রুবেল আলীকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তার দেয়া তথ্য মতে একই দিন লালপুর উপজেলায় চংধুপইল থেকে চোরাই স্বর্ণালঙ্কার ক্রেতা নাটোর শহরের স্বর্ণ ব্যবসায়ী লিটন খাঁকে গ্রেপ্তার করা হয়। তাদের দেয়া তথ্যে গত ১৬ অক্টোবর নাটোর রেলস্টেশন থেকে গ্রেপ্তার হন আসাদুল।

তিনি জানান, চুরির সময় তার সঙ্গে রুবেল আলী ও বাবু শেখ ছিলেন। এরপর ১৯ অক্টোবর সন্ধ্যায় একই স্থান থেকে গ্রেপ্তার করা হয় বাবু শেখকে। জিজ্ঞাসাবাদে বাবু শেখ স্বীকার করেন নাটোরের লালপুর, বাগাতিপাড়া, বাঁশিলা, নলডাঙ্গা, টাঙ্গাইল ও নওগাঁ জেলায় আটটি হত্যকাণ্ডে জড়িত ছিলেন তিনি। তারা জেলের বেশে বিভিন্ন স্থান ঘুরে ঘুরে চুরির পরিকল্পনা করতেন। এরপর পরিকল্পনা মাফিক সহযোগীদের নিয়ে সুবিধাজনক বাড়িতে ঢুকে নারীদের ধর্ষণ শেষে হত্যা ও চুরি করেন। বাবু শেখ নওগাঁ জেলার রাণীনগর উপজেলার মৃত জাহের আলীর ছেলে। চুরির মাত্রা বেড়ে যাওয়ায় এলাকাবাসী তাকে গ্রাম ছাড়া করেছিল। মাছ ধরার চেয়ে হত্যাকে অনেক সহজ মনে করে সে। এ পর্যন্ত যেসব নারীকে হত্যা করেছে, তারা সবাই নিম্নমধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের।

প্রেস ব্রিফিংকালে জেলা পুলিশ সুপার (এসপি) লিটন কুমার সাহা, অতিরিক্ত এসপি আকরামুল হোসেন, বড়াইগ্রাম সার্কেল এএসপি হারুন-অর রশিদ, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈকত হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২০অক্টোবর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা