চেলসিকে হারিয়ে শেষ আটে ম্যানইউ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ নভেম্বর ২০১৯, ১৪:১৮

ঘরের মাঠে চেলসিকে হারিয়ে লিগ কাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। স্টামফোর্ড ব্রিজে দ্য ব্লুজদের ২-১ গোলের রুদ্ধশ্বাস ম্যাচে পরাজিত করে রেড ডেভিলসরা।

ওলে গানার সোলকজায়েরের দল এই নিয়ে সব ধরনের টুর্নাম্যান্ট মিলিয়ে টানা তিনটি অ্যাওয়ে ম্যাচে জয় তুলে নেয়। রাশফোর্ড দুইটি গোলই করেন সেটপিস থেকে। প্রথমার্ধে পেনাল্টি থেকে চেলসির জালে বল জড়ান তিনি। দ্বিতীয়ার্ধে রাশফোর্ড দলের হয়ে জয়সূচক গোলটি করেন অনবদ্য ফ্রি-কিকে।

গত সেপ্টেম্বরে ঘরের মাটে লিভারপুলের কাছে ১-২ গোলে হারের পর থেকে সব টুর্নাম্যান্ট মিলিয়ে টানা সাতটি ম্যাচে জয় তুলে নিয়েছিল চেলসি। অবশেষে সেই জয়ের ধারায় ছেদ পড়ল ব্লুজদের।

ম্যাচের ২৪ মিনটেই জেমস বল নিয়ে চেলসির ডি-বক্সে ঢুকে পড়লে অবৈধভাবে আটকান আলোনসো। রেপারি পেনাল্টি দিতে দ্বিধা বোধ করেননি। পেনাল্টি কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন রাশফোর্ড। ১-০ গোলের ব্যবধানে প্রথমার্ধ শেষ করে ইংলিশ লিগের দুই পরাশক্তি।

দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬১তম মিনিটে চেলসির পক্ষে সমতাসুচক গোলটি করেন বাকশুয়ারি। ৭২ মিনিটে চেলসি বক্সের সামনে ফ্রি-কিক পেয়ে যায় ম্যানইউ। সুনিপুণ দক্ষতায় বল উচিয়ে জালে জরান ইংলিশ তারকা রাশফোর্ড। বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় চেলসিকে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়।

(ঢাকাটাইমস/০১ নভেম্বর/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :