দস্যুমুক্ত সুন্দরবনে সম্মাননা পেলেন ঢাকা টাইমসের সোহাগ

খুলনা ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ নভেম্বর ২০১৯, ২১:১২
অ- অ+

সুন্দরবনে জলদস্যু-বনদস্যু আত্মসমর্পনে সরকারকে সহায়তা করায় ঢাকা টাইমসের খুলনা প্রতিনিধি সোহাগ দেওয়ানকে রাষ্ট্রীয় সম্মাননা দেয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, র‌্যাব প্রধান বেনজীর আহমেদসহ অতিথিবৃন্দ তার হাতে এ সম্মাননা ক্রেস্ট ও প্রশংসাপত্র তুলে দেন।

শুক্রবার দুপুরে বাগেরহাটের শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে আয়োজিত দুস্যুমুক্ত সুন্দরবনের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেয়া হয়।

প্রসঙ্গত, দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে আত্মসমর্পণ করেছিল এক সময়ের সুন্দরবনে জেলে-বাওয়ালিদের জন্য মূর্তিমান আতঙ্ক ৩২টি বনদস্যু বাহিনীর প্রধানসহ ৩২৮ জন সদস্য। সেসময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের হাতে আনুষ্ঠানিকভাবে ৪৬২টি বিভিন্ন প্রকার আগ্নেয়াস্ত্র ও ৩৩ হাজার ৫০৪ রাউন্ড গোলাবারুদ তুলে দেন তারা। গত বছরের ১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ ছয়টি বনদস্যু বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করেন। এই আত্মসমর্পণের মধ্যদিয়ে দীর্ঘ ৪০ বছর পর গোটা সুন্দরবন বনদস্যু মুক্ত হয়। শুক্রবার ছিল সুন্দরবন দস্যুমুক্ত ঘোষণার প্রথম বার্ষিকী।

বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শামসুল হক টুকু, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য কুজেন্দ্র কুমার ত্রিপুরা, বাগেরহাট-৪ আসনের সাংসদ মোজাম্মেল হোসেন, বাগেরহাট-২ আসনের সাংসদ শেখ তন্ময়, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ গোলোরিয়া ঝর্ণা সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিচালক মাইনুর রহমান চৌধুরী, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর মহাপরিচালক বেনজির আহমেদ।

এছাড়াও অনুষ্ঠানে বাগেরহাট জেলা প্রশাসক মামুনুর রশীদ, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, র‌্যাব-৬’র অধিনায়ক, র‌্যাব-৮’র অধিনায়কসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণার প্রথম বার্ষিকীর অনুষ্ঠানে স্বাভাবিক জীবনে ফেরা আত্মসমর্পণ করা সকল বনদস্যুকে আর্থিক অনুদান ও উপহারসামগ্রী দেয়া হয়।

(ঢাকাটাইমস/১অক্টোবর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা