বিইউবিটি ট্রিপল-ই ক্লাবের রোবোটিক্স প্রতিযোগিতা

ঢাকাটাইমস ডেস্ক
 | প্রকাশিত : ০২ নভেম্বর ২০১৯, ২১:২৩

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)’র ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহায়তায় বিইউবিটি ইইই ক্লাব রূপনগর, মিরপুর-২, ঢাকায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে শনিবার ‘বি-ই-সি রোবো ম্যানিয়া-২’ শীর্ষক রোবোটিক্স প্রতিযোগিতার আয়োজন করে।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৭০টি দল এ প্রতিযোগিতায় অংশ নেয়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন। এসময় তিনি শিক্ষার্থীদের ভিন্নমত সহ্য করার পরামর্শ দিয়ে বলেন, ‘তোমরা শিক্ষার্থীরা রোবট তৈরি করো। কিন্তু নিজেরা রোবোট হয়ে যেও না। বর্তমান পৃথিবীতে তাদেরই ক্ষমতা বেশি যাদের হাতে তথ্য রয়েছে এবং যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি এবং ব্যবহার করছে। বর্তমান সময় যথেষ্ট জটিল। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ মানুষ হতে হবে।’

প্রফেসর ড. সফিক আহমেদ সিদ্দিক, চেয়ারম্যান, বিইউবিটি ট্রাস্ট, প্রফেসর মো. আবু সালেহ, ভাইস চ্যান্সেলর, বিইউবিটি, প্রফেসর ড. এনায়েত হোসেন মিয়া, ট্রেজারার, বিইউবিটি, প্রফেসর মিঞা লুৎফার রহমান, এডভাইজর, স্টুডেন্ট অ্যাফেয়ার্স ও চিফ কো-অরডিনেটর, এক্সট্রা কারিকুলার এক্টিভিটিজ, বিইউবিটি, ড. মুহাম্মাদ ফায়াজ খান, প্রফেসর, ইইই বিভাগ, ড. মো. আমীর আলী, ডিন, ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লায়েড সায়েন্সেস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সেশন চেয়ার ছিলেন ট্রিপ্ ল-ই বিভাগের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এম আজহারুল হক।

স্বাগত বক্তব্য রাখেন মো. মাহফুজুল হক, সহকারী অধ্যাপক, ফিজিক্স, ট্রিপল-ই বিভাগ। সঞ্চালনা করেন মো. সাব্বির আহমেদ, সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ।

বিইউবিটি ট্রাস্টের সদস্যবৃন্দ; সকল অনুষদের ডিন, রিসার্চ ডাইরেক্টর, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, জয়েন্ট রেজিস্ট্রার, জয়েন্ট ডাইরেক্টর (হিসাব), প্রক্টর, সকল বিভাগের চেয়ারম্যান, ফ্যাকাল্টি মেম্বার, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার যে সুযোগ দিচ্ছে মালয়েশিয়া

বাহরাইনে এসএসসি পরীক্ষার ফল পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ স্কুলের ছাত্রছাত্রীরা

মাধ্যমিকে বেড়েছে পাসের হার, কমেছে জিপিএ ফাইভ

আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যাকাথনে চ্যাম্পিয়ন শাবিপ্রবি

ঈদের পর থেকে শনিবারও বন্ধ রাখা হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান

মাদরাসা বোর্ডে জিপিএ-ফাইভ বেড়েছে দ্বিগুণের বেশি

ক্যাম্পাস চালুর দাবি, কুবিতে প্রতীকী ক্লাস

জাতীয় বিশ্ববিদ্যালয় পরিচালনায় আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ উপাচার্যের

কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার কমেছে ৪ শতাংশ

গুচ্ছ ভর্তি পরীক্ষায় ‘সি’ ইউনিটের ফল প্রকাশ

এই বিভাগের সব খবর

শিরোনাম :