অভিনয়ে ফিরেছেন আলোচিত শাহরিন

বিনোদন প্রতিবেদক
  প্রকাশিত : ০৬ নভেম্বর ২০১৯, ১২:২৯| আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ১২:৩৭
অ- অ+

ছোটপর্দার অভিনেত্রী ফারিয়া শাহরিন। ২০০৭ সালে ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ সুন্দরী প্রতিযোগিতায় প্রথম রানারআপ হওয়ার পর তিনি শোবিজে ঢুকে পড়েন। প্রথমে বিজ্ঞাপনে এবং পরে নাটকে অভিনয় শুরু করেন। তার দেখা মিলিছে রুপালি পর্দায়ও। কিন্তু কোথাও সেভাবে নিয়মিত হননি শাহরিন।

দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় পড়াশোনা করেছেন এই অভিনেত্রী। দেশটির এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ে মিডিয়া মার্কেটিংয়ে স্নাতক শেষ করেছেন। দেশে ফিরেছেন দুই মাস আগে। পড়াশোনার কারণেই তিনি নিয়মিত কাজ করতে পারেননি বলে বহু আগে একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন শাহরিন।

নতুন খবর হলো, পড়াশোনার পাঠ চুকিয়ে আবার অভিনয়ে ফিরেছেন নায়িকা। দুদিন আগে কারওয়ান বাজারে দীপ্ত টেলিভিশনের স্টুডিওতে একটি নাটকের শুটিং শুরু করেছেন শাহরিন। ‘ভালোবাসার আলো আঁধার’ নামের এই ধারাবাহিক নাটকটি পরিচালনা করছেন গোলাম সোহরাব দোদুল।

নতুন এই নাটকে শাহরিনকে একজন চৌকস এবং গ্ল্যামারাস তদন্ত কর্মকর্তার চরিত্রে দেখা যাবে। দীপ্ত টিভিতে ইতিমধ্যে নাটকটির ২৫০ পর্ব প্রচারিত হয়েছে। শাহরিনকে এ নাটকে দেখা যাবে ২৬৫ পর্ব থেকে। ২০১৮ সালের শুরুর দিকে ‘আতঙ্ক’ নামে একটি খন্ড নাটকে সর্বশেষ তিনি অভিনয় করেন।

যে কারণে আলোচিত শাহরিন

২০১৭ সালের গোড়ার দিকে হলিউড ও বলিউডজুড়ে যৌন হেনস্থার বিরুদ্ধে #মিটু আন্দোলন শুরু হলে ওই গরম সময়ে মুখ খোলেন ফারিয়া শাহরিনও। একটি সাক্ষাৎকারে হাজির হয়ে তিনি জানান, একাধিক প্রযোজক ও চলচ্চিত্রের জনপ্রিয় একজন নায়ক নাকি তাকে কাজের বিনিময়ে আপত্তিকর প্রস্তাব দিয়েছিলেন। যদিও সাক্ষাৎকারে কোনো প্রযোজক বা নায়কের নাম উল্লেখ করেননি অভিনেত্রী। ফেসবুক লাইভেও তিনি এ নিয়ে কথা বলেন।

শাহরিনের ওই সাক্ষাৎকার ও ফেসবুক লাইভ প্রচার হওয়ার পর বাংলা শোবিজ জুড়ে আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যায়। সবাই জানতে ব্যাকুল হয়ে ওঠেন, সেই প্রযোজক বা নায়কের সম্পর্কে। অভিনেতা-অভিনেত্রী ও পরিচালক-প্রযোজকদের অংশগ্রহণে বিভিন্ন টকশোতে এ নিয়ে তর্ক-বিতর্ক ও আলোচনা শুরু হয়।

বিষয়টি নিয়ে কথা বলেন শোবিজে শাহরিনের সহকর্মীরাও। কেউ অভিনেত্রীর পক্ষে কথা বলেন, তার সাহসিকতার প্রশংসা করেন, আবার কেউ বলেন বিপক্ষে। বলা হয়, আলোচনায় আসার জন্য মিথ্যা অভিযোগ তুলছেন শাহরিন। পরে এই কাস্টিং কাউচ নিয়ে একটি সাক্ষাৎকারে কথা বলেন অভিনেত্রী ও সমাজকর্মী মিথিলা রশীদও।

ঢাকাটাইমস/৬নভেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
একই ঘটনায় ঢাকা ও চট্টগ্রামে মামলা: কার চাপে মামলা নিল খুলশী থানা?
সংস্কারের কথা সবার আগে আমরাই বলেছি: মির্জা ফখরুল
গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফেরাত কামনায় জনতা ব্যাংকে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
আন্তর্জাতিক এমএসএমই দিবস উদযাপন করল শাহ্জালাল ইসলামী ব্যাংক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা