টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ নভেম্বর ২০১৯, ০৯:৪৫| আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ১০:১১
অ- অ+

টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। ভারত সফরে স্বাগতিকদের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মুমিনুল হক।

প্রথম ম্যাচে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি।

টেস্ট বিশ্বকাপে বাংলাদেশের এটি প্রথম ম্যাচ হলেও ভারতের এটি ষষ্ঠ ম্যাচ। এর আগে তারা ৫ ম্যাচ খেলে ২৪০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে।

নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান না থাকায় এই টেস্ট সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন মুমিনুল হক। অধিনায়ক হিসেবে অভিষেক হবে মুমিনুলের। তিনি হবেন টেস্টে বাংলাদেশ দলের ১১তম অধিনায়ক। টেস্ট দলে নিয়মিত মুমিনুল হকের নেতৃত্বে তাকিয়ে থাকবে পুরো বাংলাদেশ।

প্রথমবারের মত পূর্ণাঙ্গ সিরিজ খেলতে গিয়ে ইতোমধ্যেই ২-১ ব্যবধানে ভারতের সাথে টি-টোয়েন্টি সিরিজে পরাজিত হয় বাংলাদেশ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: ইমরুল কায়েস, সাদমান ইসলাম, মুমিনুল ইসলাম (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, আবু জায়েদ, মোস্তাফিজুর রহমান/এবাদত হোসেন।

ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবীচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, উমেশ যাদব ও মোহাম্মদ শামি।

(ঢাকাটাইমস/১৪ নভেম্বর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
লঙ্কানদের মাটিতে ইতিহাস গড়া জয় টাইগারদের
গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে ভুয়া তথ্য ও ছবি ছড়াচ্ছে আ.লীগ: প্রেস উইং
গোপালগঞ্জে কড়াকড়ি কারফিউ চলছে, আজ সন্ধ্যা পর্যন্ত বলবৎ
ঢাকাসহ দেশের ৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা