আমার সম্পদের ওপর চাচার লোভ: এরিক এরশাদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ নভেম্বর ২০১৯, ০০:০৫ | প্রকাশিত : ২২ নভেম্বর ২০১৯, ২২:১০

তার সম্পদের ওপর চাচা জি এম কাদেরের লোভের কারণে তিনি বাড়ির বাইরে যেতে পারছেন না বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে এরিক এরশাদ। এরিক আশঙ্কা করছেন,ত তিনি বাইরে গেলে আর এরশাদের বারিধারার প্রেনসডেন্ট পার্কের বাসায় ঢুকতে পারবেন না।

আজ শুক্রবার সন্ধ্যায় এরশাদের বারিধারার প্রেসিডেন্ট পার্কে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অবিযোগ করেন এরিক।

এরশাদের তালাক দেওয়া স্ত্রী ও এরিকের মা বিদিশা জোর করে প্রেসিডেন্ট পার্কে উঠেচেন বলে অভিযোগ জিএম কাদেরের। এ অভিযোগ সত্য নয় বলে দাবি করেন এরিক এরশাদ।

সংবাদ সম্মেলনে এরিক বলেন, ‘তিনি (বিদিশিা) নিজের আসেননি। আমিই মাকে ফোন করে খাবার রান্না করে আসতে বলেছিলাম। আমি তাকে এখানে থাকতে বলেছি।’

মৃত্যুর আগে তার বাবা সাবেক প্রেসিডেন্ট এরশাদ এরিককে নাকি বলে গেছেন মাকে যেন কোনোভাবে কষ্ট না দেয়। এরিক বলেন, ‘বাবা বলেছেন মায়ের পায়ের নিচে সেন্তানের বেহেশত। রাজনৈতিক কারণে আমি তোমার মাকে অনেক কষ্ট দিয়েছি। তুমি আর নতুন করে কোনো কষ্ট দিও না।’

প্রতিবন্ধী এরিক এরশাদ মা বিদিশাকে সঙ্গে রাখার ইচ্ছা জানিয়ে সম্প্রতি গুলশান থানায় সাধারণ ডায়েরি করেন। তাতে তিনি বলেছেন, খাওয়া-দাওয়াসহ সবকিছুতে তার অসুবিধা হচ্ছে। তাই সঙ্গে মাকে রাখা প্রয়োজন।

সংবাদ সম্মেলনে এরিক চাচা জিএম কাদেরের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ‘আমার চাচা বলেছেন, বল প্রয়োগ করে মা (বিদিশা) এখানে এসেছেন। এটা ভিত্তিহীন। তিনি আরও বলেন, মা নাকি অস্ত্র নিয়ে বাসায় এসেছেন, এটা সত্য কথা না।’

‘আমার সম্পদের ওপর চাচার লোভ রয়েছে। আমরা ভয়ে বাসার বাইরে যেতে পারছি না। বাসা থেকে বের হলে আর প্রবেশ করতে পারব কি না, এমন ভয় পাচ্ছি ।’

সংবাদ সম্মেলনে এরশাদের সাবেক স্ত্রী বিদিশাও উপস্থিত ছিলেন। তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নে জবাব দেন। তিনি অভিযোগ করেন, এরশাদের ভাই ও জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জি এম কাদের তাদের হুমকি-ধমকি দিচ্ছেন এবং এরিকের সম্পত্তি হাতিয়ে নিতে চেষ্টা করছেন। তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন বিদিশা। বিসন্তানকে এরিককে নিয়ে নিরাপদে শান্তিতে থাকতে চান বলে জানান এরশাদের তালাক দেওয়া স্ত্রী বিদিশা।

বিদিশা বলেন, ‘আমি মা হিসেবে আমার সন্তানকে চাই। সে অসুস্থ। বাবা মারা যাওয়ার পরে অন্যরা বিশেষ করে তার চাচা আমার সঙ্গে এরিককে যোগাযোগ করতে দেননি। আমার সবকিছুর রেকর্ড আছে।’

‘তারা (জি এম কাদের)এরিককে চায়। এরিক মানে হলো এরিকের ট্রাস্ট। এরিকের সম্পত্তি হাতিয়ে নিতে চায় তারা। অথচ তার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন করা হয়েছে। যা আমি গণমাধ্যমের সামনে বলতে পারছি না। আমার সন্তান লড়াই করছে তার মায়ের সঙ্গে থাকার জন্য। সে চায় মাকে নিয়ে জীবনটা কাটিয়ে দিতে।’

জিএম কাদের তাকে রাজনীতিতে হুমকি মনে করছে মন্তব্য করে বিদিশিা বলেন, ‘কারণ আগে আমি সফলভাবে রাজনীতি করেছি। সামনেও করতে পারি। তাই তারা আমাকে থ্রেট হিসেবে ভাবতেই পারেন। তবে সবকিছুর আগে আমার সন্তান। আমি আমার সন্তানের সঙ্গে নিরাপদে থাকার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই।’

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক স্বৈরশাসক এইচ এম এরশাদ গত ১৪ জুলাই মারা যান।

ঢাকাটাইমস/২২নভেম্বর/মোআ

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বিএনপির কেন্দ্রীয় তিন নেতার পদোন্নতি

দুর্নীতি ও ভোটাধিকার হরণ ছাড়া আ.লীগের আর কোনো অর্জন নেই : এবি পার্টি

‘দেশে ইসলামবিদ্বেষী অপতৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে’

ক্ষমতাসীনদের কেউ ভালো নেই: গয়েশ্বর

সিন্ডিকেটকে কোলে বসিয়ে বিরোধীদলের ওপর দায় চাপাচ্ছে সরকার: গণতন্ত্র মঞ্চ

ইফতার পার্টিতে আল্লাহ-রাসুলের নাম না নিয়ে আ.লীগের গিবত গায়: প্রধানমন্ত্রী

বাংলার মাটি থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার সাধ্য কারো নেই: ওবায়দুল কাদের

দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বন্ধু রাষ্ট্রের সহযোগিতা চাইলেন মঈন খান

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী: আ.লীগের আলোচনা সভায় প্রধানমন্ত্রী

জবি শিক্ষার্থী অবন্তিকার আত্মহত্যার ঘটনায় চরমোনাই পীরের উদ্বেগ 

এই বিভাগের সব খবর

শিরোনাম :