গৌরীপুরে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-মেয়ের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ নভেম্বর ২০১৯, ২১:৫৩| আপডেট : ২৬ নভেম্বর ২০১৯, ২১:৫৫
অ- অ+
নিহতের পরিবারে আহাজারি।

ময়মনসিংহের গৌরীপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক বাবা ও তার কোলে থাকা শিশু কন্যার মৃত্যু হয়েছে। নিহতরা হলেন আরশাদুল হক (৩৬) ও তিন বছরের শিশু জান্নাতুল অমি।

মঙ্গলবার সকালে উপজেলার সহনাটী ইউনিয়নের ধোপাজাঙ্গালিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সকালে আরশাদুল হক তার শিশুকন্যা জান্নাতুল অমিকে কোলে নিয়ে পুকুরে পানি দেয়ার জন্য সেচলাইন চালু করতে বিদ্যুতের সুইচে চাপ দেন। এ সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়েন বাবা ও মেয়ে। ফলে ঘটনাস্থলে কৃষক আরশাদ আলী মারা যান। আর শিশু অমিকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক অমিকেও মৃত ঘোষণা করেন।

সহনাটী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রহিদাস আচার্য্য জানান, সকাল সাড়ে ৮টা নাগাদ পুকুরে যান আরশাদুল হক। সেখানে বিদ্যুতের সুইচ দেয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. জান্নাতুল ফেরদাউস বুশরার ভাষ্য, হাসপাতালে আনার আগেই শিশু অমি মারা যায়।

ঢাকাটাইমস/২৬নভেম্বর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা