বাফুফের কাছে বড় অঙ্কের অর্থ দাবি করল ম্যানইউ

মুজিবর্ষ উপলক্ষ্যে বাংলাদেশে আসতে ৩ মিলিয়ন ইউরো দাবি করছে ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। এরইমধ্যে রেড ডেভিলসদের চার সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেছে। তারা বঙ্গবন্ধু স্টেডিয়ামসহ আনুসঙ্গিক বিষয়সমূহ পর্যালোচনা করতে এসে বাফুফেকে এমন বড় অঙ্কের প্রস্তাব দেয়।
চার সদস্যের এই প্রতিনিধি দল সবকিছু বিচার-বিবেচনা করলেও গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি। তবে ‘বঙ্গবন্ধু চ্যালেঞ্জ কাপ’ আয়োজনের উদ্যোক্তারা জানিয়েছেন, ৩ মিলিয়ন ইউরো চেয়েছে ইংলিশ ক্লাবটি। বাংলাদেশি টাকায় যে অঙ্ক ২৮ কোটি ২ লাখ টাকার মতো।
মঙ্গলবার (২৬ নভেম্বর) ঢাকায় এসে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে বৈঠক করেন ফুটবল ডিরেক্টর অ্যালান জন ডসন, ডিরেক্টর (ট্যুরস অ্যান্ড ফ্রেন্ডলিস) ক্রিস্টোফার লরেন্স কোমেন, দুই কর্মকর্তা ফিলিপ ম্যালকম স্মিথ ও চার্লস জোনস।
আগামী বছরের মার্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী। এ উপলক্ষে ঢাকায় প্রীতি ম্যাচ খেলাতে ম্যানচেস্টারকে আনতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
উল্লেখ্য, ২০১১ সালে ঢাকায় আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচ হওয়ার মাধ্যম ছিল ভারতের ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ সিএমজি। এবারও তাদের মাধ্যমে ইউনাইটেডকে ঢাকায় আনার উদ্যোগ নেয় অন্তর শোবিজ।
তবে প্রীতি ম্যাচে তাদের প্রতিপক্ষ দল কারা হবে সেটা এখনো চূড়ান্ত হয়নি। তবে ইউরোপেরই নামী কোনো ক্লাবকে তাদের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার জন্য আনতে চায় বাফুফে। বাংলাদেশ ফুডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছিলেন, ম্যানইউ’র প্রতিপক্ষ হিসেবে আসতে পারে নেইমার, এমবাপ্পেদের ক্লাব পিএসজি কিংবা ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাস। লিওনেল মেসির বার্সেলোনাও আছে বাফুফের ভাবনায়।
(ঢাকাটাইমস/২৭ নভেম্বর/এআইএ)

মন্তব্য করুন