ঢাকায় অপহৃত যুবক ভৈরবে উদ্ধার

ঢাকা থেকে অপহৃত রাসেল মিয়া (২৫) নামে এক যুবককে হাত-পা বাঁধা অবস্থায় ভৈরবের সেতুর নিচ থেকে উদ্ধার করে পুলিশ। তিনি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বাহেলা এলাকার বাদশা মিয়ার ছেলে।
শুক্রবার ভোরে অজ্ঞাত কিছু লোক একটি মাইক্রোবাসে করে সেতুর উপর থেকে হত্যার উদ্দেশ্যে ফেলে দেয় বলে জানান ভিকটিম রাসেল মিয়া। পরে চিৎকার শুনে পথচারীরা দৌড়ে এলে তাকে রেখে পালিয়ে যায় তারা। পরে উদ্ধার করে থানায় খবর দিলে পুলিশ এসে তাকে উদ্ধার করে।
ভৈরব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বাহালুল আলম খান জানান, হাত-পা বাঁধা অবস্থায় রাসেল নামে এক যুবককে উদ্ধার করে পুলিশ। হত্যার উদ্দেশে মাইক্রোবাস করে ভৈরবের সেতুতে নিয়ে এসেছিল বলে জানায় ভিকটিম। এই বিষয়ে ভিকটিম যদি অভিযোগ দায়ের করে তাহলে দোষীদের দ্রুত খোঁজে বের করা হবে বলে জানান তিনি।
(ঢাকাটাইমস/২৯নভেম্বর/এলএ)

মন্তব্য করুন