পুলিশের স্বল্পকালীন ডরমেটরির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০১৯, ১৬:৩৯
অ- অ+

আদালতে সাক্ষ্য দেয়া কিংবা সরকারি কাজে দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানী ঢাকা শহরে আসা পুলিশ সদস্যদের স্বল্পকালীন থাকার জন্য তেজগাঁও থানা কমপ্লেক্সে একটি ডরমেটরি নির্মাণ করা হয়েছে।

মঙ্গলবার এই ডরমেটরি উদ্বোধন করেন পুলিশ প্রধান ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

১০ তলা ভিতের উপর বর্তমান চার তলা ভবন নির্মাণ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। আধুনিক সুবিধা সম্বলিত ভবনটিতে রয়েছে পার্কিং সুবিধা, প্রতি তলায় সিঙ্গেল বেডের আটটি রুম ও ডাবল বেডের আটটি করে রুম। দেশের বিভিন্ন স্থান থেকে সরকারি কাজে ঢাকায় আগত কনস্টেবল থেকে ইন্সেপেক্টর পদমর্যাদার পুলিশ অফিসার স্বল্পকালের জন্য নামমাত্র ভাড়া পরিশোধে এখানে থাকতে পারবেন।

বাংলাদেশ পুলিশের ইতিহাসে এটি নতুন সংযোজন উল্লেখ করে আইজিপি বলেন, বিসিএস পুলিশ অফিসার্সদের থাকার জন্য অফিসার্স মেস ব্যবহার করা হয়। কিন্তু কনস্টেবল থেকে শুরু করে ইন্সপেক্টরসহ পুলিশের বড় একটি অংশ সাক্ষ্য দেওয়া বা অন্য কোনো সরকারি কাজে ঢাকা শহরে এলে তাদের স্বল্পকালীন থাকার জন্য কোনো ডরমেটরি ছিল না। এই ডরমেটরি নির্মাণ হওয়ায় এখন এই সমস্যা অনেকাংশে কমে যাবে। এতে তাদের কষ্ট অনেক লাঘব হবে। ১০ তলা ভিতের উপর বর্তমান চারতলা ভবন নির্মাণ করা হয়েছে।

আইজিপি বলেন, পুলিশের স্থাপনাগুলো ঊর্ধ্বমুখি সম্প্রসারণ করা অত্যন্ত জরুরি। পুলিশের সব স্থাপনা ঊর্ধ্বমুখি সম্প্রসারণের জন্য দ্রুত পরিকল্পনা প্রণয়নে জোর দিতে হবে। সব বিভাগীয় শহর ও জেলা শহরে এমন ডরমেটরি বানানোর উদ্যোগ নিতে হবে। ১০১টি থানা পুনঃনির্মাণ প্রকল্প নেয়া হয়েছিল এটি প্রায় শেষ পর্যায়ে। বাকি থানাগুলোও পর্যায়ক্রমে পুনঃনির্মাণ করা হবে। এক্ষেত্রে প্রধানমন্ত্রী সদয় রয়েছেন।

বাংলাদেশ পুলিশ মানবিক হয়ে জনগণের জন্য কাজ করবে এমন প্রত্যাশাও করেন তিনি।

এ সময় র‌্যাব মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ, ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/০৩ডিসেম্বর/এসএস/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাকিস্তান সফরে সরকারের সবুজ সংকেত পেল টাইগাররা
চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র থেকে সরে আসতে হবে: ১২ দলীয় জোট
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর দিলেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা
রাজশাহীতে আম সংগ্রহ-বাজারজাতকরণ শুরু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা