খুলনা মহানগর ও জেলা আ.লীগ

সভাপতিরা অপরিবর্তিত, সম্পাদক পদে নতুন মুখ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ ডিসেম্বর ২০১৯, ১৮:২৪| আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ১৮:৪৬
অ- অ+

ত্রি-বার্ষিক সম্মেলনে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের সভাপতি পদে আগের নেতাদেরই রাখা হয়েছে। তবে এই দুই ইউনিটে সাধারণ সম্পাদক পদে নতুন দুজনকে দায়িত্ব দেয়া হয়েছে।

মঙ্গলবার খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শেষে নতুন দুই কমিটির নেতাদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল।

খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি হিসেবে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক আবারো দায়িত্ব পেয়েছেন। আর সাধারণ সম্পাদকের পদ থেকে সাবেক এমপি মিজানুর রহমানের জায়গায় এমডিএ বাবুল রানাকে বেছে নেয়া হয়েছে।

এদিকে খুলনা জেলা কমিটির সভাপতি হিসেবে প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক এমপি হারুনুর রশীদ পুনরায় দায়িত্ব পেয়েছেন। আর নতুন সাধারণ সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট সুজিত কুমার অধিকারী।

এর আগে সকালে খুলনা সার্কিট হাউজ ময়দানে দলের সভাপতিমণ্ডলীর সদস্য পিযুষ কান্তি ভট্টাচার্যের বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হয় ত্রি-বার্ষিক সম্মেলন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অতিথি ছিলেন বাগেরহাট-১ আসনের এমপি শেখ হেলাল উদ্দিন। স্বাগত বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ।

২০১৪ সালের ২৯ নভেম্বর মহানগর আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়। সম্মেলনে বর্তমান সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক সভাপতি এবং সাবেক এমপি মিজানুর রহমান মিজান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

অপরদিকে ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি খুলনা জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল। তাতে জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ সভাপতি এবং সাবেক হুইপ এসএম মোস্তফা রশিদী সুজা সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

(ঢাকাটাইমস/১০ডিসেম্বর/বিইউ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা