ছয় রোহিঙ্গা ‘সন্ত্রাসী’ আটক

কক্সবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০২০, ২২:৪৪

কক্সবাজারে উখিয়ার ক্যাম্প থেকে ছয় জন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্যাম্প কেন্দ্রিক নানা অপরাধের হোতা অপহরণ ও সন্ত্রাসী কার্যকলাপের দায়ে তাদের আটক করা হয়।

আটক রোহিঙ্গারা হলেন- লম্বাশিয়া ক্যাম্পের মৌলভী জাহিদ হোসেন, একই ক্যাম্পের আবদুর রহিম, সৈয়দ আলম, সৈয়দ আমিন, হাফেজ রফিক ও হাফেজ হাসেম।

প্রত্যাবাসন দেরি হওয়ায় ক্যাম্পে আশ্রয় নেয়া রোহিঙ্গারা দিনদিন বেপরোয়া হয়ে উঠেছে। ক্যাম্পগুলোতে সন্ত্রাসী কার্যকলাপ, অপহরণ, ছিনতাই, খুনের মতো ঘটনা প্রতিরাতে সন্ত্রাসীদের মহড়া চলে বলে জানিয়েছেন সাধারণ রোহিঙ্গারা।

কুতুপালং মধুরছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোবারক হোসেন জানান, আটক রোহিঙ্গারা সাধারণ রোহিঙ্গাদের জিম্মি করে সন্ত্রাসী, অপহরণ, চাঁদাবাজি, অপরাধ কার্যক্রম চালিয়ে আসছিল।

ক্যাম্প পুলিশ জানায়, আটক রোহিঙ্গা সন্ত্রাসীদের মঙ্গলবার দুপুরে উখিয়া থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক রোহিঙ্গা সন্ত্রাসীদের জিজ্ঞাসাবাদ করছে।

উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম বলেন আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

(ঢাকাটাইমস/৭জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :