নিজেরা আগুন দিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টার অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ জানুয়ারি ২০২০, ১৭:৫১

স্থানীয় প্রভাব বিস্তার, মারামারি আর দলাদলির ঘটনায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির আতঙ্কে দিন কাটাচ্ছেন মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ভদ্রখোলাবাসী। ভদ্রখোলা আদর্শ ক্লাব নামে একটি সামাজিক সংগঠনের কার্যালয় পুড়িয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে অর্ধশত ব্যক্তিকে আসামি করে এরই মধ্যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ দিয়েছেন বাচ্চু শেখ নামে এক ব্যক্তি। নিরীহদের আসামি করে অভিযোগ দেয়ায় ফুঁসে উঠেছেন স্থানীয়রা।

সরেজমিনে গিয়ে জানা যায়, সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ভদ্রখোলা গ্রামে দীর্ঘদিন ইসমাইল মোল্লা গ্রুপের সঙ্গে জলিল মোল্লা গ্রুপের বিরোধ চলছে। কয়েক বছর ধরে এই দুই গ্রুপের সংঘর্ষে মারা গেছেন পাঁচজন। হামলা-মামলায় জর্জরিত হয়েছে পাঁচ শতাধিক সাধারণ মানুষ।

গত ১ জানুয়ারি ‘ভদ্রখোলা আদর্শ সংস্থা’ নামে একটি সামাজিক সংগঠনের কার্যালয়ে আগুন লাগানোর ঘটনা দেখিয়ে ৮ জানুয়ারি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি অভিযোগ দেন ইসমাইল মোল্লা সমর্থিত বাচ্চু শেখ নামে এক ব্যক্তি। তাতে আসামি হিসেবে জলিল মোল্লাসহ এলাকার ৪৩ জনের নাম উল্লেখ করা হয়। কিন্তু তাদের বেশিরভাগ লোক নিজেদের নিরীহ এবং ঘটনার সঙ্গে কোনো যোগসূত্র নেই বলে দাবি করছেন।

এলাকাবাসীর অভিযোগ, ভদ্রখোলা আদর্শ সংস্থাটি বাচ্চু শেখরা আগুন লাগিয়ে অন্যদের হয়রানি করতে মিথ্যা মামলা দিয়েছে। এতে ইসমাইল মোল্লার সহযোগিতা রয়েছে।

জলিল মোল্লা বলেন, ‘ইসমাইল মোল্লা তার লোকজন দিয়ে ভদ্রখোলা আদর্শ সংস্থাটির কার্যালয়ে আগুন দিয়ে পোড়ানোর চেষ্টা করে। পরে লোকজন দেখে ফেললে তারা পালিয়ে যায়। এখন আমাদের এলাকার নিরীহ মানুষকে আসামি করে মামলা দিয়েছে। আমরা এলাকাবাসীর শান্তি চাই। যাতে কেউ হয়রানি না হয়।’

মামলার আসামি বাচ্চু শেখের সঙ্গে কথা বলতে ভদ্রখোলা এলাকায় গিয়েও তাকে পাওয়া যায়নি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, ‘আদালত থেকে তদন্তের জন্যে এখনো কোনো কাগজপত্র পাইনি। যদি পাই, তাহলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তদন্তে কোনো গাফিলতি করা হবে না।’

অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা বলেন, ‘ওই এলাকাটি দিনদিন ভয়ঙ্কর হয়ে উঠছে। যে কারণে আমরা বিষয়টি কঠোর নজরদারিতে রেখেছি। যে কোন ঘটনা ঘটলেই আমরা দ্রুত গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছি। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে।’

(ঢাকাটাইমস/৯জানুয়ারি/কেএম/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :