৯৯৯-এ ফোন, বৃদ্ধ পেলেন স্বজনদের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাটইমস
 | প্রকাশিত : ০৯ জানুয়ারি ২০২০, ১৯:৪৮

নাগরিকের জরুরি যে কোনো প্রয়োজনে ৯৯৯-এ বিনা পয়সায় ফোন করলেই ২৪ ঘণ্টা সেবা দিচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ। বলেছেন, অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মেহেদী হাসান। বৃহস্পতিবার নবীনগর থানা প্রাঙ্গণে জরুরি এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

তিনি জানান, জেলার নবীনগর থানা পুলিশ গত বুধবার রাতে জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পায় নবীনগর পৌর এলাকার ভোলাচং বাজার সংলগ্ন রাস্তার পাশে অজ্ঞাত পরিচয় একজন বৃদ্ধ লোক অচেতন অবস্থায় বালুর মধ্যে পড়ে আছেন। সংবাদ পাওয়ার কয়েক মিনিটের মধ্যে ওই বৃদ্ধকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করে পুলিশ।

পরে তার আত্মীয় স্বজনকে খোঁজে বের করা হয়। তার নাম চিসতিয়া (৭০), পিতা- মৃত নুরু মিয়া, সাং- ভিটিবিশারা, থানা- নবীনগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। চিকিৎসা শেষে তিনি সুস্থ হলে তার মেয়ে জোছনা বেগমের হাতে তাকে তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন- পুলিশ পরিদর্শক রুহুল আমিন, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মাহামুব আলম লিটন প্রমুখ।

(ঢাকাটাইমস/০৯জানুয়ারি/পিএল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :