রাজবাড়ীতে কলাভর্তি পিকআপে মিলল ফেন্সিডিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ১৫:২৫ | প্রকাশিত : ১৪ জানুয়ারি ২০২০, ১৪:৫৫

রাজবাড়ীতে কলাভর্তি পিকআপ ভ্যান থেকে পাঁচ শতাধিক ফেন্সিডিলের বোতলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার ভোরে জেলার কালুখালীর চাঁদপুর রেলগেট এলাকায় অভিযান চালিয়ে এসব ফেন্সিডিলসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মানিক সরদার ও আলামিন সরকার। এ সময় তাদের কাছ থেকে ৫৪৩ বোতল ফেন্সিডিল, তিনটি মোবাইল এবং মাদক বহনে ব্যবহৃত পিকআপ ভ্যান জব্দ করা হয়।

র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল মঈন হাসান ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কুষ্টিয়ার ভারতীয় সীমান্ত হয়ে কিছু দিন ধরে মাদকের চালান রাজবাড়ী হয়ে ঢাকায় যাচ্ছে এমন খবরে র‌্যাব সদস্যরা ওই এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ায়। ভোরে কালুখালীর চাঁদপুর রেলগেট এলাকায় অভিযান চালিয়ে কলাভর্তি একটি পিকআপ ভ্যান তল্লাশি করা হয়। পরে ৫৪৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

মেজর আব্দুল্লাহ আল মঈন হাসান আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি চক্রটি সপ্তাহ খানেক আগে মাদক ব্যবসার জন্য পিকআপ ভ্যানটি কিনেছে। এর আগেও ট্রাকে মাদক পরিবহন করে ঢাকায় নিয়ে গেছে। গ্রেপ্তারকৃত মানিক সরদার এ চক্রের মূলহোতা এবং আলামিন সরকার চালক হিসেবে নতুন মাদক কারবারিতে যুক্ত হয়েছেন।’

ঢাকাটাইমস/১৪জানুয়ারি/এসএস/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :