যশোরে বিদ্যুতের তারে জড়িয়ে মা-ছেলের মৃত্যু

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০২০, ২২:১৯
ফাইল ছবি

যশোরের কেশবপুরে বিদ্যুতের তারে জড়িয়ে মা-ছেলের নির্মম মৃত্যু হয়েছে। উপজেলার হাসানপুর ইউনিয়নের টিটাবাজিতপুর গ্রামে বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

সংশ্লিষ্টরা জানান, মা তার ছেলেকে বাঁচাতে এসেছিলেন। কিন্তু বিদ্যুতের তারে জড়িয়ে ছেলের মতো তাকেও প্রাণ দিতে হলো। নিহত ছেলে আল আমিন (১৮) বুড়িহাটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা দিয়েছে। তার মা জোসনা বেগম (৪০) গৃহিনী। তারা টিটাবাজিতপুর গ্রামের আব্দুল আলিমের ছেলে ও স্ত্রী।

উপজেলার হাসানপুর ইউনিয়নের টিটাবাজিতপুর গ্রামের আব্দুল আলিমের ছেলে আল আমিন দুপুরে বাড়ির পাশের মাঠে তাদের সেচ প্রকল্পের মোটর লাইনের কাজ করছিল। এ সময় অসাবধানতাবসত বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় ছেলেকে বাঁচাতে ছুটে আসেন মা জোসনা বেগম। কিন্তু তিনিও বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ জানান, বিদ্যুতের তারে জড়িয়ে মা ছেলের করুণ মৃত্যু হয়েছে। এ বিষয়ে কেশবপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

(ঢাকাটাইমস/১৫জানুয়ারি/কেএম/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :