স্বাস্থ্যমন্ত্রীর এপিএসকে জিজ্ঞাসাবাদ করছে দুদক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২০, ১২:০৩
অ- অ+

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালিকের সহকারী একান্ত সচিব (এপিএস) পদ থেকে অব্যাহতি পাওয়া আরিফুর রহমান সেখকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে একটি টিম বৃহস্পতিবার বেলা ১১টায় জিজ্ঞাসাবাদ শুরু করে।

এর আগে গত ১৪ দুদকের উপপরিচালক মো. সামছুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে আরিফুর রহমানকে ২০ জানুয়ারি জিজ্ঞাসাবদের জন্য তলব করা হয়। নির্ধারিত দিনে উপস্থিত না থেকে সেসময় দুদক বরাবর সময় চেয়ে আবেদন করেন তিনি।

বিদেশে প্রশিক্ষণের নামে ‘অর্থ লোপাট’ এবং সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজসমূহে পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়া, প্রশিক্ষণের নামে বিদেশে লোক পাঠানোর মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়।

(ঢাকাটাইমস/২০জানুয়ারি/ঋষি/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
স্বাস্থ্যে ফ্যাসিবাদীর দোসররা চান না মানুষের সেবা নিশ্চিত হোক: ডা. রফিক
অতিরিক্ত কারা মহাপরিদর্শক হলেন জাহাঙ্গীর কবির
১২ দলীয় জোট কোনো প্রার্থিতা ঘোষণা করেনি: জামাল হায়দার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা