বাণিজ্যমেলায় ওয়ালটনের ১২ শতাংশ ছাড়

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০২০, ২১:৫০
অ- অ+

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় অত্যাধুনিক প্রযুক্তির বিভিন্ন মডেলের এয়ার কন্ডিশনার বা এসি প্রদর্শন ও বিক্রি করছে বাংলাদেশি মাল্টিন্যাশনাল ব্র্যান্ড ওয়ালটন। যার মধ্যে রয়েছে থার্ড আই, ফ্রস্ট ক্লিন, ই-রিপিলার প্রযুক্তির এসি। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ বৈচিত্রময় ডিজাইনের এসব এসি ক্রেতা-দর্শনার্থীদের নজর কাড়ছে।

এর পাশাপাশি ওয়ালটনের ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার, আয়োনাইজার এবং আইওটি বেজড স্মার্ট স্প্লিট এসি সাড়া ফেলেছে।

এদিকে, মেলায় এসি ক্রয় বা প্রি-বুকে নানা সুবিধা দিচ্ছে ওয়ালটন। যার মধ্যে রয়েছে ১২ শতাংশ পর্যন্ত নগদ ছাড়, নিশ্চিত ক্যাশব্যাক, ১২ বছরের বিদ্যুৎ বিল ফ্রি পাওয়ার সুযোগ, ফ্রি ইন্সটেলশন, ফ্রি হোম ডেলিভারি, এসি কেনার ১০০ দিন পর পর ফ্রি সার্ভিসিংসহ অসংখ্য সুবিধা।

ওয়ালটন এসি বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. তানভীর রহমান বলেন, সর্বাধুনিক্ত প্রযুক্তি ও ফিচারের সমন্বয়ে বাংলাদেশের আবহাওয়া উপযোগী এসি তৈরিতে ওয়ালটনের রয়েছে নিজস্ব আরএন্ডডি (গবেষণা ও উন্নয়ন) টিম। যেখানে কাজ করছেন দেশ-বিদেশের দক্ষ ও অভিজ্ঞ প্রকৌশলীরা। তাদের নিরলস গবেষণায় থার্ড আই, ফ্রস্ট ক্লিন এবং ই-রিপিলার প্রযুক্তির এসি আনছে ওয়ালটন। চলতি বছরের মাঝামাঝি এ প্রযুক্তির এসি বাজারে ছাড়া যাবে বলে তিনি আশাবাদী।

তিনি আরো জানান, থার্ড আই ফিচারসমৃদ্ধ এসির আকর্ষণীয় দিক হলো রুমে প্রবেশ করলে অটোমেটিক এসি চালু হয়ে যাবে। রুমে মানুষের চলাচলের ওপর ভিত্তি করে লুভর মুভমেন্ট করবে। ফলে এসির ঠান্ডা বাতাস যেদিকে মানুষ আছে সেদিকে ছড়িয়ে যাবে। ফ্রস্ট ক্লিন এসি ইভাপোরেটরে আইস তৈরির মাধ্যমে ইনডোর ইউনিট-এ বিদ্যমান ধূলিকণা স্বয়ংক্রিয়ভাবে পরিস্কার করবে। ই-রিপিলার সমৃদ্ধ ওয়ালটন এসিতে রয়েছে ইন্টেলিজেন্ট আল্ট্রাসনিক মসকিটো রিপিলার ডিভাইস। যার ফলে রুম হবে মশামুক্ত।

মেলায় ওয়ালটনের ২৬ নম্বর প্রিমিয়ার প্যাভিলিয়নের ম্যানেজার মো. শফিউল আলম জানান, নতুন বছর ও বাণিজ্য মেলা উপলক্ষে ওয়ালটনের সব মডেলের এসিতে ক্রেতারা পাচ্ছেন ১০ শতাংশ নগদ ছাড়। আবার একসঙ্গে একাধিক এসি কিনলে মিলছে ১২ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট। পাশাপাশি নূন্যতম ২ হাজার টাকা দিয়ে প্রি-বুকিং দিলে ৩০ জুন পর্যন্ত এসি কিনলে ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে।

এদিকে ডিজিটাল ক্যাম্পেইনের সিজন-৫ এর আওতায় মেলায় ওয়ালটন এসি কিনে রেজিস্ট্রেশন করলে ক্রেতারা ১২ বছর পর্যন্ত বিদ্যুৎ বিল ফ্রি পেতে পারেন। রয়েছে নিশ্চিত ক্যাশব্যাক, ফ্রি ইন্সটলেশন ও ফ্রি ডেলিভারিসহ নানা সুবিধা।

(ঢাকাটাইমস/২৫জানুয়ারি/কেএম/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা