পীরগঞ্জে ট্রলিচাপায় স্কুলছাত্রী নিহত
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০২০, ২২:১১

রংপুরের পীরগঞ্জে ইঞ্জিনচালিত ট্রলিচাপায় ব্র্যাক স্কুলের এক দ্বিতীয় শ্রেণির ছাত্রী নিহত হয়েছে। নিহত ছাত্রী খুশিমনি উপজেলার ৪নং ইউনিয়নের শরিফেরপাড়া গ্রামের মিলন মিয়ার কন্যা বলে জানা যায়। শনিবার বেলা ১১টায় এ দুর্ঘটনাটি ঘটে।
এলাকাবাসী ও নিহতের পরিবার বলছে, পাশের বাড়ির একটি ইঞ্জিনচালিত ট্রলিতে প্রতিবেশী এক চাচার সঙ্গে মাটি আনতে যাওয়ার সময় ট্রলি থেকে ছিটকে পড়ে, চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
উপজেলার ভেন্ডাবাড়ী পুলিশের ইনচার্জ শাহীন তালুকদার বিষয়টি নিশ্চিত করেন।
(ঢাকাটাইমস/২৫জানুয়ারি/এলএ)

মন্তব্য করুন