রুবেল হত্যা মামলায় দুই আসামির ফাঁসি বহাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০২০, ১৩:৫৮| আপডেট : ২৭ জানুয়ারি ২০২০, ১৪:৩১
অ- অ+

পুরান ঢাকার হোটেল শাহ কামালে ইলেকট্রিশিয়ান রুবেলকে খুনের দায়ে করা মামলায় আসামি রুবেল ও রনি বিশ্বাসের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।

নিম্ন আদালতে মৃত্যুদণ্ড পাওয়া অপর আসামি রুমান মারা গেছে। এজন্য তাকে নিয়ে কোনো আদেশ দেননি আদালত।

সোমবার বিচারপতি কৃষ্ণা দেবনাথ ও বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ। অপরদিকে আসামিপক্ষে ছিলেন আইনজীবী গোলাম আব্বাস চৌধুরী।

এর আগে ২০১৪ সালের ২৩ ডিসেম্বর রুবেলকে হত্যা করে লাশ গুমের মামলায় রুবেল, রুমান ও রনি বিশ্বাসের মৃত্যুদণ্ডের সাজা দিয়ে রায় ঘোষণা করেন ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক।

পরে নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেন আসামিরা এবং আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদনের (ডেথ রেফারেন্স) পাঠানো হয় হাইকোর্টে।

আসামি রুবেলের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার উত্তমপুর গ্রামে। রুমানের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুর থানার কোদালিয়া উত্তরপাড়ায়। আর রনির বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার দেউড়ীতে। ২০১৮ সালে কনডেম সেলে থাকা অবস্থায় রুমান মারা যায়।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১০ সালের ৬ জুন দিবাগত রাতে পুরান ঢাকার হোটেল শাহ কামালের নিচতলায় রুবেলকে খুন করে গুম করা হয়।

এ ঘটনায় নিহতের বড় ভাই মরণ মিয়া সুত্রাপুর থানায় একটি হত্যা মামলা করেন।

ঢাকাটাইমস/২৭ জানুয়ারি/এআইএম/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৯০ জন
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা