ময়মনসিংহে লোকালয়ে হুতোম পেঁচা

ব্যুরো প্রধান, ময়মনসিংহ
 | প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২০, ২২:২২

ময়মনসিংহের মুক্তাগাছা শহরের পিলখানার বটগাছে অবস্থান করছিল একটি হুতোম পেঁচা। গত মঙ্গলবার ওই পেঁচার ওপর হামলা চালায় একদল কাক। অসুস্থ আর প্রাণ ভয়ে কিছুক্ষণ এদিক-ওদিক ওড়ার পর আর না পেরে পেঁচাটি হুমড়ি খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পেঁচাটি তখন প্রাণ বাঁচানোর চেষ্টা করছে। পেঁচার করুণ দশা স্থানীয়দের চোখে পড়ে।

এলাকাবাসী জানায়, পেঁচাটা যে মরে যাবে- এই ভেবে অবশেষে তাকে উদ্ধার করা হয়। কিন্তু ডানা মেলে উড়তে পারছিল না পেঁচা। গত দুই দিন তাদের চেষ্টায় অবশেষে বৃহস্পতিবার সুস্থ হয়ে নিজ গৃহের উদ্দেশ্যে উড়াল দিল পেঁচাটি।

স্থানীয় বাসিন্দা সজীব, পরবু, বাবুল, শিবলু জানান, আহত অসুস্থ বিরল প্রজাতির হুতোম পেঁচাটিকে উদ্ধারের পর সুস্থ হয়ে উড়তে পেরেছে, এতেই আমরা খুশি।

(ঢাকাটাইমস/৩০জানুয়ারি/কেএম/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :