ভারতে পাচারকালে সোনার বারসহ যুবক আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ২১:১৮

ভারতে পাচারকালে বুধবার বিকালে বেনাপোলের সাদিপুর সীমান্ত থেকে ১০টি সোনার বারসহ এক চোরাকারবারিকে আটক করেছেন বিজিবি সদস্যরা।

৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, সাদিপুর সীমান্ত পথে বিপুল পরিমাণ সোনা পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন সংবাদ পেয়ে বিজিবির একটি টহলদল বিকালে অভিযান চালায়। সেখান থেকে জিহাদ আলী (২৪) নামে এক চোরাকারবারিকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ১০টি সোনার বার (১ কেজি ১৬৬ গ্রাম) জব্দ করা হয়। আটক সোনার দাম ৭০ লাখ টাকা বলে জানায় বিজিবি।

আটক জিহাদ আলী বেনাপোলের সাদিপুর গ্রামের তাহাজ্জদ আলীর ছেলে।

আটক জিহাদ জানান, তিনি দীর্ঘদিন ধরে সোনা চোরচালান ব্যবসায় নিয়োজিত। মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় তাকে সোপর্দ করা হয়েছে।

(ঢাকাটাইমস/৫ফেব্রুয়ারি/কেএম/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :