নারায়ণগঞ্জে একই পরিবারের আটজন দগ্ধ

নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ০৯:০৫| আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১১:০৮
অ- অ+

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় আগুনে পুড়ে একই পরিবারের আটজন দগ্ধ হয়েছেন। সোমবার ভোরে এ ঘটনা ঘটে। দগ্ধরা সবাই সাইনবোর্ডের সাহেবপাড়া এলাকার ফারুকের বাড়ির ভাড়াটিয়া।

দগ্ধরা হলেন- নুরজাহান বেগম, কিরন মিয়া, আবুল হোসেন, হিরন মিয়া, কাউছার, মুক্তা, আপন ও লিমা। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের অবজারভেশন ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

দগ্ধদের আত্মীয় ইলিয়াস আলী ঢাকা টাইমসকে বলেন, ‘সোমবার ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠে ঘরে গন্ধ পাই। রান্নাঘরে ঢুকে ম্যাচ দিয়ে চুলা ধরাতে গেলে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। এতে আটজন দগ্ধ হয়। তাদেরকে উদ্ধার করে সকাল পৌনে সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আনা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা জানিয়ে বলেন, ‘দগ্ধদের চিকিৎসা দেয়া হচ্ছে।’

ঢাকাটাইমস/১৭ ফেব্রুয়ারি/এএ/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা