বর-কনে বেশে হাজির বাপ্পী-অপু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ২০:২৫
অ- অ+

১৭ বছর আগে দেবাশীষ বিশ্বাস নির্মাণ করেছিলেন ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’। রিয়াজ ও শাবনূর অভিনীত ছবিটি সে সময়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। প্রায় দুই দশক পর জনপ্রিয় সেই চলচ্চিত্রের সিক্যুয়েল নিয়ে হাজির হচ্ছেন একই পরিচালক।

বৃহস্পতিবার বিকালে সোস্যাল মিডিয়ায় প্রকাশ পেয়েছে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’-ছবির প্রথম পোস্টার। ছবিটির প্রধান দুই অভিনয়শিল্পী বাপ্পী ও অপু বিশ্বাসের ছবি স্থান পেয়েছে পোস্টারে। যেখানে ফেস্টিভ্যাল মুডে ধরা দিয়েছেন তারা। দর্শকদের জন্য ভরপুর বিনোদন রয়েছে এমনই ইঙ্গিত-ই প্রকাশ করছে পোস্টারটি।

দেবাশীষ বিশ্বাস জানান, গত মাসে ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। তবে এখনো মুক্তির তারিখ চূড়ান্ত হয়নি। আগামী ১ মার্চ প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সংবাদ সম্মেলন করে মুক্তির তারিখ জানানো হবে। মার্চের যেকোনো শুক্রবার এটি মুক্তি পাচ্ছে, তা বলতে পারি।’

ফ্যামিলি ড্রামা ও কমেডি ধাঁচের এই সিনেমায় আরও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, আফজাল শরীফ, কাবিলা ও চিকন আলী প্রমুখ। ছবিটির কাহিনি লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করেছেন পরিচালক দেবাশীষ বিশ্বাস।

(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/কেএম/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁদপুরে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
দুপুরে গণভবনে প্রধান উপদেষ্টার সংবাদ সম্মেলন
জটিল রোগের মহৌষধ ভেষজ লটকন, স্বাস্থ্য উপকারিতা জানলে চমকে উঠবেন
ঢাকাসহ ৬ বিভাগে ঝড় ও বজ্র-বৃষ্টির পূর্বাভাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা