ছেলের শাবলের আঘাতে বাবা খুন, মা-ছেলে আটক

নিজস্ব প্রতিবেদক, সাভার
  প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ১০:১৬| আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ১১:২৫
অ- অ+
ফাইল ছবি

সাভারের আশুলিয়ায় পারিবারিক কলহের জেরে জয়নাল আবেদীন নামে এক বৃদ্ধকে শাবল দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের ছেলে লিমন ও নিহতের স্ত্রী লাইলি বেগমকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে আশুলিয়ার দোসাইদ এলাকায় জয়নাল আবেদন নামে ওই ব্যক্তিকে নিজ বাড়িতে খুন করা হয়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সামিউল হক জানান, দোসাইদ এলাকার জয়নাল আবেদিন নামে ওই ব্যক্তিকে পারিবারিক কলহের জেরে শাবল দিয়ে জখম করে হত্যা করেছে তার ছেলে লিমন। এ ঘটনায় লিমন ও তার মা লাইলি বেগমকে আটক করা হয়েছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে পরবর্তীতে অধিকতর জিজ্ঞাসাবাদে তা জানা যাবে।

পুলিশ কর্মকর্তা সামিউল আরও জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় থানায় একটি মামলার করার প্রক্রিয়া চলছে।

ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/আইআই/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা