ছবিতে সৃজিত-মিথিলার বৌভাত

বিয়ের প্রায় তিন মাস পর অনুষ্ঠিত হলো বাংলাদেশি অভিনেত্রী ও সমাজকর্মী মিথিলার রশীদ এবং কলকাতার পরিচালক সৃজিত মুখার্জীর বৌভাত। এ উপলক্ষে শনিবার সন্ধ্যায় কলকাতার রাজকুঠিরে বসেছিল তারার মেলা। টলিউডের বহু তারকা এই বৌভাতে উপস্থিত ছিলেন।
গত ৬ ডিসেম্বর শুধু দুই পরিবারের সদস্য ও কাছের কয়েকজন বন্ধুদের নিয়ে বিয়ে সেরেছিলেন সৃজিত-মিথিলা। আর বৌভাতে অভিনয়শিল্পী, কণ্ঠশিল্পী ও পরিচালকরা তো ছিলেনই, সৃজিত আমন্ত্রণ করতে ভোলেননি কলকাতার দাদা সৌরভ গাঙ্গুলীকেও। তাহলে এক নজরে দেখে নিন সৃজিত-মিথিলার বৌভাতের কিছু মুহূর্ত।
স্বামী সৃজিতের হাত ধরে বৌভাতের আসরে যাচ্ছেন অভিনেত্রী মিথিলা।
সৃজিত-মিথিলার বৌভাতে সন্ত্রীক হাজির অভিনেতা অনিবার্ণ ভট্টাচার্য।
অনুষ্ঠানে উপস্থিত সাবেক ক্রিকেটার এবং বর্তমানের বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর সঙ্গে সৃজিত-মিথিলার সেলফি।
একসঙ্গে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন অভিনেত্রী তনুশ্রী শঙ্কর ও সুদীপ্তা।
সৃজিত-মিথিলার বৌভাতে একফ্রেমে বন্দি পরিচালক রাজ চক্রবর্তী, অভিনেতা ইন্দ্রনীল ও অভিনেত্রী বরখা।
সৃজিত-মিথিলার সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত পরিচালক রাজ চক্রবর্তী।
সৃজিতকে জড়িয়ে ধরে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন অভিনেত্রী ও সংসদ সদস্য মিমি চক্রবর্তী।
সৃজিত-মিথিলার বৌভাতে হাজির কলকাতার প্রবীণ অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়ও।
এক ফ্রেমে গায়ক জয় ও গায়িকা সোমলতা।
স্ত্রীকে নিয়ে বৌভাতে হাজির হয়েছিলেন কলকাতার গায়ক ও সংগীত পরিচালক জিৎ গাঙ্গুলী।
সৃজিত-মিথিলার সঙ্গে অভিনেত্রী ও পরিচালক অপর্ণা দাশগুপ্ত।
সৃজিত মিথিলার সঙ্গে ভারতীয় মন্ত্রী অরূপ বিশ্বাস।
গার্লফ্রেন্ড সুরঙ্গনার সঙ্গে সৃজিত-মিথিলার বৌভাতে ঋদ্ধি সেন।
ঢাকাটাইমস/০১মার্চ/এএইচ

মন্তব্য করুন