ছবিতে সৃজিত-মিথিলার বৌভাত

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ০১ মার্চ ২০২০, ০৮:৪৪| আপডেট : ০১ মার্চ ২০২০, ০৯:১২
অ- অ+

বিয়ের প্রায় তিন মাস পর অনুষ্ঠিত হলো বাংলাদেশি অভিনেত্রী ও সমাজকর্মী মিথিলার রশীদ এবং কলকাতার পরিচালক সৃজিত মুখার্জীর বৌভাত। এ উপলক্ষে শনিবার সন্ধ্যায় কলকাতার রাজকুঠিরে বসেছিল তারার মেলা। টলিউডের বহু তারকা এই বৌভাতে উপস্থিত ছিলেন।

গত ৬ ডিসেম্বর শুধু দুই পরিবারের সদস্য ও কাছের কয়েকজন বন্ধুদের নিয়ে বিয়ে সেরেছিলেন সৃজিত-মিথিলা। আর বৌভাতে অভিনয়শিল্পী, কণ্ঠশিল্পী ও পরিচালকরা তো ছিলেনই, সৃজিত আমন্ত্রণ করতে ভোলেননি কলকাতার দাদা সৌরভ গাঙ্গুলীকেও। তাহলে এক নজরে দেখে নিন সৃজিত-মিথিলার বৌভাতের কিছু মুহূর্ত।

স্বামী সৃজিতের হাত ধরে বৌভাতের আসরে যাচ্ছেন অভিনেত্রী মিথিলা।

সৃজিত-মিথিলার বৌভাতে সন্ত্রীক হাজির অভিনেতা অনিবার্ণ ভট্টাচার্য।

অনুষ্ঠানে উপস্থিত সাবেক ক্রিকেটার এবং বর্তমানের বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর সঙ্গে সৃজিত-মিথিলার সেলফি।

একসঙ্গে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন অভিনেত্রী তনুশ্রী শঙ্কর ও সুদীপ্তা।

সৃজিত-মিথিলার বৌভাতে একফ্রেমে বন্দি পরিচালক রাজ চক্রবর্তী, অভিনেতা ইন্দ্রনীল ও অভিনেত্রী বরখা।

সৃজিত-মিথিলার সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত পরিচালক রাজ চক্রবর্তী।

সৃজিতকে জড়িয়ে ধরে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন অভিনেত্রী ও সংসদ সদস্য মিমি চক্রবর্তী।

সৃজিত-মিথিলার বৌভাতে হাজির কলকাতার প্রবীণ অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়ও।

এক ফ্রেমে গায়ক জয় ও গায়িকা সোমলতা।

স্ত্রীকে নিয়ে বৌভাতে হাজির হয়েছিলেন কলকাতার গায়ক ও সংগীত পরিচালক জিৎ গাঙ্গুলী।

সৃজিত-মিথিলার সঙ্গে অভিনেত্রী ও পরিচালক অপর্ণা দাশগুপ্ত।

সৃজিত মিথিলার সঙ্গে ভারতীয় মন্ত্রী অরূপ বিশ্বাস।

গার্লফ্রেন্ড সুরঙ্গনার সঙ্গে সৃজিত-মিথিলার বৌভাতে ঋদ্ধি সেন।

ঢাকাটাইমস/০১মার্চ/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যুদ্ধবিরতিকে পাকিস্তানের ঐতিহাসিক বিজয় বললেন শাহবাজ শরিফ
হজ পালনে সৌদি আরব পৌঁছেছেন ৩৭ হাজার ৮৩০ বাংলাদেশি
সোনার দাম কমলো, ভরি ১৭০৭৬১ টাকা
আজ যে অঞ্চলে ঝড় হতে পারে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা