চবি শাটলের সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষ, আহত ৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ মার্চ ২০২০, ১১:৫৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী একটি শাটল ট্রেনের সঙ্গে মালবাহী একটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ট্রেনের এক চালক, পুলিশ সদস্যসহ চারজন আহত হয়েছেন।

বুধবার সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মালবাহী ট্রেনটি নগরের বটতলী থেকে নাজিরহাটের উদ্দেশে ছেড়ে এসেছিল।

আহতদের মধ্যে শাটল ট্রেনে থাকা পুলিশ সদস্য মিজানের নাম জানা গেছে। বাকি তিনজনের নাম জানা যায়নি।

ষোলশহর রেলওয়ে স্টেশনের মাস্টার তন্ময় চৌধুরী জানান, সোয়া ১০টার দিকে চবি শাটল ট্রেনের সঙ্গে রেলওয়ের মালবাহী একটি ওয়াগনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে। রেলওয়ে পুলিশ ও উদ্ধারকারীরা ঘটনাস্থলে কাজ করছে।

দুর্ঘটনায় শাটল ট্রেনের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে দুর্ঘটনার পরও আহতের সংখ্যা বেশি না হওয়ায় অনেকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন।

এখন ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।

ঢাকাটাইমস/৪মার্চ/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :