রাজবাড়ীতে ইয়াবাসহ কারবারি আটক

রাজবাড়ীতে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার বিকালে সদর উপজেলার নিমতলা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার নাম আজাদ হোসেন। তার কাছে থেকে এক হাজার ৭০টি ইয়াবা, হেরোইন ও মাদক বিক্রির টাকা জব্দ করা হয়েছে।
র্যাব-৮ এর সহকারী পুলিশ সুপার দেবাশীষ কর্মকার ঢাকা টাইমসকে জানান, গোপন সংবাদে রাজবাড়ীর নিমতলা গ্রামে অভিযান চালানো হয়। সেখান থেকে আজাদ হোসেন নামে একজনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ইয়াবা, হেরোইন ও নগদ টাকা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে রাজবাড়ী থানায় মামলা করা হয়েছে।
(ঢাকাটাইমস/৯মার্চ/এসএস/কেএম/এলএ)

মন্তব্য করুন