শিশু ধর্ষণ চেষ্টায় সৎ-পিতাসহ আটক ২

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ মার্চ ২০২০, ১৮:০৫
অ- অ+

যশোর শহরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে তার সৎ-পিতাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় শিশুর মা গত সোমবার রাতে থানায় অভিযোগ করলে পুলিশ তাদের আটক করে।

মঙ্গলবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শেখ তাসলিম আলম বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আটকরা হলেন- যশোর শহরের খড়কী এলাকার নজরুল ইসলাম ও তার বাড়িওয়ালা অনু।

মামলা সূত্রে জানা গেছে, সাবেক স্বামীকে তালাক দিয়ে খড়কীর কামাল হোসেনের ছেলে নজরুল ইসলামকে বিয়ে করেন শিশুটির মা। আগের পক্ষের একমাত্র কন্যা শিশুটি তার সঙ্গেই থাকে। গত শনিবার সকালে শিশুটিকে তার সৎ-পিতা নজরুলের কাছে রেখে কাজ করতে যায় শিশুটির মা। এ সময় নজরুল শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালান। বাসায় এসে শিশুর কাছে ঘটনাটি শুনে থানায় অভিযোগ দেন তিনি।

ঢাকাটাইমস/১৭মার্চ/পিএল/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চবির ৯ ছাত্রী বহিষ্কারের ঘটনায় নতুন মোড়, ছয়জনের শাস্তি প্রত্যাহার
সিরাজগঞ্জের সাবেক এমপি আজিজ ৩ দিনের রিমান্ডে
তবুও বেঁচে আছি: ছাত্রদল নেতা শামীম
বিসিএস ডেন্টাল ক্যাডার অ্যাসোসিয়েশনের ৬ দফা নিয়ে সংবাদ সম্মেলন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা