খুলনা মেডিকেলে জ্বর-শ্বাসকষ্টে মৃত্যু, সন্দেহে করোনা

খুলনা ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ মার্চ ২০২০, ১৯:৫৬| আপডেট : ২৬ মার্চ ২০২০, ১৯:৫৮
অ- অ+

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হওয়া এক রোগী মারা গেছেন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন বলে সন্দেহ করছেন চিকিৎসকরা।

বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তি মারা যান।

হাসপাতাল সূত্রে জানা যায়, খুলনা নগরীর বাসিন্দা ওই ব্যক্তি ঢাকার একটি হাসপাতালে সম্প্রতি সার্জারি করান। ওই হাসপাতালেই করোনায় আক্রান্ত এক রোগী মারা যান। এছাড়া সেখানকার এক চিকিৎসকও করোনায় আক্রান্ত হয়েছেন। ঢাকার হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়ার পর তাকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছিল। কিন্তু তিনি তা মানেননি।

বাড়িতে ফেরার পর জ্বর-শ্বাসকষ্ট শুরু হলে তথ্য গোপন করে তিনি খুলনা মেডিকেলে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে তিনি মারা যান।

খুলনা মেডিকেলের ‘কোভিড-১৯’ ম্যানেজমেন্টের ফোকাল পারসনের দায়িত্বে থাকা শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান বিষয়টি তারা রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানকে (আইইডিসিআর) জানিয়েছেন।

(ঢাকাটাইমস/২৬মার্চ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা