সিএমএইচে আনা হচ্ছে ঝিকরগাছার আহত এসিল্যান্ডকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ এপ্রিল ২০২০, ০০:২৭| আপডেট : ০১ এপ্রিল ২০২০, ০০:৪০
অ- অ+

মোটরসাইকেলের আঘাতে গুরুতর আহত যশোরের ঝিকরগাছার সহকারী কমিশনার (ভূমি) ডা. কাজী নাজিব হাসানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছে। হেলিকপ্টার যোগে বুধবার বেলা ১১টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে আসা হবে। সেখানেই তার চিকিৎসা হবে।

নাজিব হাসান করোনা সংক্রমণ প্রতিরোধে হোম কোয়ারেন্টাইন ও সামাজিক দূরত্ব নিশ্চিতে কাজ করার সময় রবিবার বেপরোয়া মোটরসাইকেলের আঘাতে পায়ে গুরুতর আঘাত পান। এতে তার ডান পায়ের টিবিয়া ফিবুলা ও ডান ক্ল্যাভিকল ভেঙে যায়। পঙ্গু হাসপাতাল, যশোরে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

পরে সেখানকার ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা করে জানান, তার অগ্নাশয়ে সংক্রামণ হয়েছে এবং বিষয়টি আশঙ্কাজনক। এই পরিস্থিতিতে তার উন্নত চিকিৎসার বিষয়ে বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়।

অ্যাসোসিয়েশনের সভাপতি এলজিআরডি সচিব হেলালুদ্দিন আহমদের চেষ্টায় অসুস্থ কর্মকর্তাকে বুধবার সকালে ফরিদপুর থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারযোগে সরাসরি সিএমএইচে আনার ব্যবস্থা করা হয়।

(ঢাকাটাইমস/৩১মার্চ/বিইউ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৯০ জন
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা